আমাদের কথা খুঁজে নিন

   

ডাক্তার বিষয়ে পরামর্শ চাই

প্রবলেমেটিক

আমি ব্লগে ণতুন। বাংলা লেখার প্র্যাকটিস নাই, তারপর ও লেখার চৈষ্টা করলাম, যাই হোক মুল কথায় আসি, আমি আজ লন্ডনে থাকি ৪-৫ বছর, এদের Medical System নিয়ে আমি হতাশ। আমি এক কঠিন সমস্যার মধ্যে আছি, যদি কারো কনো Suggesion খাকে দয়া করে বলবেন। আমি এদের আজব সিষেটম এর স্বিকার, এখানে GP=General Physician, বলে একটা ব্যপার আছে, যারা রোগীদের প্রাথমিক চিকিৎসা করে খাকে। আমি এদের এখানে রেজিষ্টার ও হয়েছি।

কিন্তু বাসা পরিবর্তন করলে GP ও পরিবর্তন করতে হয়। আর এই পরিবর্তনের জন্য পয়োজন একটা পরিচয়পত্র (Proof of ID)(পাসপোর্ট) এবং Proof of Address. আমার কাসে আমার পাসপোর্ট নাই। ভিসা Extension এর জন্য Home Office এ পাঠিয়েছি। তাই আমি নতুন GP এর কাছে registration করতে পারি নাই। এর মধ্যে গত এক সপ্তাহ ধরে আমার টনসিলটা ফুলে গেসে।

কিন্তু কি যে এক সমস্যা, হাসপাতালে গেলে বলে GP এর পরামর্ষ ছারা আমরা কিছুই করতে পারব না। ৭দিন ধরে রোগ পুষছি। হায়রে কপাল। ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.