আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা অতঃপর একা অথবা তুমি, নতূবা আমার শেখন্ডি কথা

Khan IT Source

বিশ্বাষ মৈথন......................... একটা লাটিম ঘুরছে মাথায় নির্বাক শব্দের নাচন্ শরীরের ভেতর রক্তের মহড়া জ্বলে পোড়ার আস্ফালন, আস্বাদ্। শরীরের ভেতর শরীর বাড়ন্ত, মাংসপিন্ড, দেহের ভেতর দেহের সৃজন কোষ। লাটিম ঘুরছে... সূতা পেচিয়ে মাটির বক্ষে ছারা লাটিম ঘুরছে তিরোহিত, নগ্ন নাড়ি জরানো, রক্ত লীলায় ফুল ছেড়া ব্যাথার শরীর ভরানো সুখ-জ্বালা মাটির স্রোতে সূতা কেটে ফেলছি। প্রেম পবিত্রতা রক্ষার্থে আপ্বন স্বত্বায় আপনি নষ্ট হচ্ছি, নিজের ভেতর আমার আমিকে জন্ম দিয়ে মারছি, দীর্ঘশ্বাষে এ কোন কেমন অনদ্য সুখ নিসৃত। একটা লাটিম ঘরছে, অজস্র শরীরি লাটিমের বুভুক্ষায়, অনন্ত ক্লান্ত চেতনার ভেতর এ কেমন অনূভুতির আচরন। লিপ্সিত আধারে নিজেকে বিলায়, বিস্তৃত আলোয়ে অধর মিলায়, চোয়ালে ঠোতের মিশ্রিত চুম্বন। ছিপ্ ছিপে ঘাম জমে নাকে, গলায়, লাটিম টা এখনই নেতিয়ে পরবে, এ কেমন ঘূর্ণন স্পৃহা, অনূভুতি, কেমন বেপরোয়া জ্বালাতন, কৌতুহল, এ কেমন দ্বিধাহীন নির্লজ্জতার ভেতর বেড়ে ওঠা আবেগ। লাটিমটা আবারো ঘুরবে! শকুনের ডানা ঝাপ্টানো মৃদু কটাক্ষে, বারংবার কামুক হাওয়া লাটিমকে স্পর্শ করে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.