আমাদের কথা খুঁজে নিন

   

বারাক ওবামার কান্না

mhfoez@gmail.com

বারাক ওবামা ইতিহাস রচনা করেছেন। একজন কৃষ্ণাঙ্গ হয়ে আমেরিকার মত শক্তিধর রাষ্ট্রের কর্ণধার হলেন। আর কয়দিন পরেই শপথ হবে তঁর। ওবামার এ জয়ে সম্ভবত: আমেরিকানদের চেয়ে তৃতীয় বিশ্বের মানূষদের উত্ফুল্লতাই লক্ষ্য করা গেছে বেশী। ওবামা যেন তৃতীয় বিশ্বের প্রতীক হয়ে গেলেন।

নির্বচনের মাত্র দুদিন আগে ওবামা কেঁদেছিলেন। তাঁর প্রিয় নানী এ ঐতিহাসিক বিজয় দেখে যেতে পারেননি। ওবামা তাঁর কাছেই মানুষ হয়েছিলেন। তাঁর নানীর চির বিদায়ে ব্যাথিত ওবামার চোখের কোণ বেয়ে অশ্রু ঝরেছিলো। তৃতীয় বিশ্বের শিশুরাও কাঁদে।

এরা কাঁদে ক্ষুধার তীব্র জ্বালায়। ওবামার অশ্রু আর এই শিশুদের আশ্রুধারা কি একই শ্রোতে বয়ে যাবে? যুদ্ধবাজ আমেরিকার বদনাম ঘুচিয়ে ওরামা কি পারবেন মানবতার আমেরিকা গড়ে তুলতে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।