আমাদের কথা খুঁজে নিন

   

আজকের বই William Doyle রচিত The French Revolution: A very Short Introduction

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

গিলোটিন ফরাসী বিপ্লবের (১৭৮৯ থেকে ১৭৯৯) স্বপ্নকে নসাৎ করে দিয়ে নেপোলিয়ন যখন ফ্রান্সে আবার রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন- জার্মান কম্পোজার বিটোফেন তখন নেপোলিয়নকে উৎসর্গ করে রচিত একটা কম্পোজিশন রাগে অন্ধ হয়ে ছিঁড়ে ফেলেছিলেন। কেননা, বিটোফেন ছিলেন প্রকৃত শিল্পী; রাজতান্ত্রিক শোষনকে মনেপ্রাণে ঘৃনা করতেন। নেপোলিয়ন সেই রাজতন্ত্রই প্রতিষ্ঠা করল ফ্রান্সে! অথচ রাজতন্ত্রের অমানবিক শোষনের বিরুদ্ধে ফরাসী দেশের শোষিত মানুষ সংগঠিত হয়ে ফরাসী বিপ্লবে অংশ নিয়েছিল; তারা ভন্ড খ্রিস্টীয় যাজকদের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছিল- যারা ফরাসী অভিজাতদের সঙ্গে হাত মিলিয়ে অর্থনৈতিক শোষন টিকিয়ে রাখার জন্য খ্রিস্টধর্মের ভুল ব্যাখ্যা উপস্থাপন করেছিল সাধারণ জনগনের কাছে। ১৭৮৯ সালের পর বিপ্লবীরা বাস্তিল দূর্গের পতনের মাধ্যমে ফ্রান্সের ক্ষমতা দখল করে নানাবিধ কল্যাণকর সামাজিক সংস্কারের উদ্যোগ যেমন নেয়- তেমনি গিলোটিনে তৎকালীন ফরাসী শাসকগোষ্ঠীর মাথাও কাটতে থাকে! ৬টি অধ্যায়ে ঐতিহাসিক Doyle ফরাসী বিপ্লবের নানা দিক সম্বন্ধে লিখেছেন এই বইটিতে । কাজেই William Doyle এর লেখা The French Revolution: A very Short Introduction বইটি অনেকের কাছেই একটি চমৎকার বই বলে মনে হতে পারে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।