আমাদের কথা খুঁজে নিন

   

=শরৎকাল বেড়াতে এসেছে মদীনার আকাশে...

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

মনটা ভীষণ খারাপ হয়ে যায় মাঝে মাঝে, আশপাশের অনেকেই জানতে চায়- কেন? আমিও জবাব দিতে পারি না, শুধু বলি- জানি না কেন। মাঝে মাঝে ভাবি, কেন মনটা সময় সময় অন্যরকম খারাপ হয়ে যায়...তবে সে ভাবনাগুলোকে খুব গভীরে পৌঁছুতে দেই না। কেন যেন মনে হয়, এভাবে মাঝে মাঝে কারণ ছাড়া মন খারাপ হওয়া প্রয়োজন। থাক সে কথা। সেদিন এমনি ধারার একটি মনখারাপ করা সময় এসে দাঁড়ালো আমার জন্য নির্ধারিত কালের একটি অংশ জুড়ে।

কত্ত করে চাইলাম এড়িয়ে যাই, পারিনি এড়াতে। চুক্তিবদ্ধ কর্মসময় পেরিয়ে মসজিদুন্ নববীতে এশা পড়লাম, তারপর বন্ধুদের বাসায় যাবো নিরেট আড্ডা দিতে; এই ছিল প্লান। কিন্তু হারামেই হয়ে গেল গতির পরিবর্তন। দকতূর (ডক্টর) ভাইয়ের কাজে কিছু সহযোগিতা যেন টেনে নিয়ে গেল সেদিকে। বিকেল থেকেই মদীনার আকাশে খণ্ড খণ্ড মেঘেরা এসে জমতে শুরু করেছিল।

আরসব দিনের চেয়ে আজকের আকাশটাকে যেন একটু বেশীই দেখছিলাম। আর মনের গভীরের কোথাও হতে যেন উত্থলিয়ে উঠছে কিছু আকাংখা- হে মেঘের স্রষ্টা! আজ কি বৃষ্টি দেবেন? বন্ধুটা আমার কবিতার এক অন্যরকম ভক্ত। দেখলেই কেবল কিছু বিশেষ বিশেষ লাইন আওড়ায়। বোঝাতে পারবো না এভাবে সে আমাকে কি পরিমাণ প্রেরণা দিয়ে যাচ্ছে। যদিও আজকাল বিগত দিনের চেয়ে লিখি কম।

বাইরের লেনাদেনা সেরে কিঞ্চিৎ আড্ডামাখা সময় পেরিয়ে যখন ঘরে ফেরার জন্য হুইল ঘুরালাম। অমনি ঝমঝমাঝম ধ্বনি তুলে নেমে এলো দিন ব্যাপী মন খারাপের প্রতিবিধান। তুমুল বৃষ্টিতে গাড়ী চালানোর অভিজ্ঞতা আমার এই-ই প্রথম, গাড়িটি যেন তার দু'হাতের আঙ্গুল দিয়ে বৃষ্টির পানি থেকে দু'চোখ মুছে আমায় নিয়ে চলছিল কিং আব্দুল আযীয রোডে। মনটা ভালো হয়ে গেল, যখন বাসায় পৌঁছি তখন গাড়ী থেকে নেমে স্বল্প দূরত্বটুকু কাকভেজা ভিজলাম। আহা! কি ঠান্ডা বাতাস...মুহূর্তে যেন আমায় পিছিয়ে নিল ১৯৯৩-৯৪ এর বৃষ্টিমুখর ঢাকায়।

একদিন আগার গাঁওয়ের ঘাস আর লজ্জাবতী পাতাদের সাথে কাটিয়ে দিয়েছিলাম একটি বিকেল। আঁধার নামার সাথে সাথে নেমে এলো ঝুম বৃষ্টি, সাথের বন্ধুটিকে নিয়ে একটি বাড়ীর সিঁড়ি ঘরে আশ্রয় নিয়েছিলাম, তারপর হাল্কা বৃষ্টি মাথায় নিয়ে বাস ধরে ঘরে ফেরা। তেমনি কত্ত দিন ভিজে জবজবে হয়ে বাসায় ফিরেছি, তখনকার খারাপ লাগা সময়গুলোকে এখন কি তীব্রভাবেই না অনুভব করছি...। গত পরশু থেকে অনেকেই নানাভাবে জানিয়েছে ও জানতে চেয়েছে বৃষ্টি হয়েছে কিনা, হলে কতটুকু, কেমন অনুভূতি; স্বদেশ আর স্বদেশী বৃষ্টিরা যেন প্রবাসীদের ডেকে ডেকে বলছে- 'কাছে থাকতে বুঝলি না রে আমি কি জিনিস...'। মদীনার আকাশ জুড়ে এখন শরতের আনাগোনা, যদিও ভূপৃষ্টে সে-ই ঊষর বালু আর পোড়খাওয়া পাথরেরাই বর্তমান।

তবু আকাশ পানে তাকিয়ে হারিয়ে যাই যেন আমার প্রিয় স্বদেশী আকাশে আকাশে...। ৪ নভেম্বর ২০০৮ মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.