আমাদের কথা খুঁজে নিন

   

ঋতুর রানী শরৎকাল

জীবনকে উপভোগ করতে চাই জ্ঞান অর্জনের মাধ্যমে

শরৎ মানে ঋতুর রানী রূপের সমারোহ, সোনারঙের সূর্যালোকে মুগ্ধকরা মোহ। দুর নীলিমায় সাদা মেঘের উদ্ভাসিত মেলা, মাঠে ঘাটে কাশফুলেরা দোলে সারা বেলা। শাপলা,পদ্ম,শিউলি আর কামিনী ,জুঁই ফুলে, বাংলার রূপ অপরূপ হয় মায়াবী তুলতুলে। পাকা তালের মুগ্ধ করা সুবাসিত ঘ্রানে, ঘরে ঘরে তালের পিঠা তৃপ্তি আনে প্রানে। রূপালী রূপ চাঁদের আলোয় কি যে মায়া জাগে, তাইতো শরৎ ভালোবাসায় দোলে অনুরাগে। ---------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।