আমাদের কথা খুঁজে নিন

   

ফজলে লোহানীর ২৩তম মৃত্যুবার্ষিকী



ফজলে লোহানীর ২৩তম মৃত্যুবার্ষিকী সাংবাদিক, সাহিত্যিক, চলচ্চিত্র পরিচালক এবং জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'যদি কিছু মনে না করেন'-এর উপস্থাপক টিভি ব্যক্তিত্ব ফজলে লোহানীর ২৩তম মৃত্যুবার্ষিকী ৩০ অক্টোবর৷ এ উপলক্ষে ৩০ অক্টোবর ফজলে লোহানী স্মৃতি সংসদ-এর উদ্যোগে ২, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি মডার্ন মিলনায়তনে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে৷ সভায় সভাপতিত্ব করবেন ফজলে লোহানী স্মৃতি সংসদ-এর সভাপতি বিশিষ্ট হারবাল গবেষক ও চিকিত্‍সক মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান ডাঃ আলমগীর মতি৷ ফজলে লোহানী স্মৃতি সংসদ-এর উদ্যোগে তাঁর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৬ নভেম্বর বিকেল ৫টায় গণগ্রন্থাগার অধিদপ্তর সেমিনার কক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে৷ এতে সভাপতিত্ব করবেন ফজলে লোহানী স্মৃতি সংসদ-এর চেয়ারম্যান এডভোকেট হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য রাখবেন মহাসচিব উপস্থাপক সাঈদ আলী সাইফ। স্মরণ সভায় আরো বক্তব্য রাখবেন- ভাষাসৈনিক আব্দুল মতিন, অধ্যাপক মোস্তফা নুর-উল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএমএ ফায়েজ, বিটিভির জেনারেল ম্যানেজার শেখ রিয়াজ উদ্দিন বাদশা, হানিফ সংকেত, চাষী নজরুল ইসলাম এবং এডভোকেট মোহাম্মদ শাহজাহান। গুণীজন শ্রদ্ধার সাথে স্মরণ করছে মহান এই ব্যক্তিকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.