আমাদের কথা খুঁজে নিন

   

সবাই একটু মনোযোগ দেন, হাইজ্যাক হতে দিয়েননা আন্দোলনকে

.রাজাকার মুক্ত ব্লগ....ভুলেও ঢুকিস না যেমন ভাবে তাহরির স্কয়ারের আন্দোলন, আরব বসন্তের গণজাগরণ ইসলাম পন্থী নামক দল গুলার হাতে হাইজ্যাক হয়ে গেল, শাহবাগ স্কয়ারের আন্দোলন ও যেন একই ভাবে জামাত-শিবির-বিএনপি হাইজ্যাক করতে না পারে। এখানে বিএনপির কথা বলার একটাই কারন, তাদের নেত্রি জনসভায় ঘোষণা করেছিল, নিজামি গো আ রা রাজাকার নয়। এবং তাদের ইতিহাল ৭৫২ জন যুদ্ধাপরাধিকে ছেড়ে দেয়ার ইতিহাস। কিছু পয়েন্টের দিকে মনোযোগ আকর্ষণ করছি সবারঃ ১। ট্রাইব্যুনাল বিরোধী কিছু বলা যাবেনা ২।

বিচারকদের বিরুদ্ধে কিছু বলা যাবেনা ৩। অনেকেই সন্দেহের আংগুল তুলছেন আওয়ামি লিগের দিকে, যে এই রায় তাদের প্রভাবিত। কিন্তু এর পক্ষে কোনও প্রমান এখন পর্যন্ত নেই, আওয়ামী লিগের মন্ত্রী এবং দলীয় ভাবেও তারা হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছে। যতক্ষন পর্যন্ত কোনও প্রমান না পাওয়া যাচ্ছে তাদের কথা বার্তায় এবং কার্যকলাপে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লিগের বিরুদ্ধে কিছু বলা থেকে বিরত থাকুন। মনে রাখতে হবে, আওয়ামী লীগই কিন্তু বিচারের শুরু করেছে এবং শত বাধা সত্ত্বেও বিচার কার্যক্রম চালায়ে নিয়ে যাচ্ছে।

শুধু মাত্র সরকারের উপর প্রেসার গ্রুপ হিসেবে চাপ দেয়ার জন্য আমাদের আন্দোলন করতে হবে, যেন সরকার আপিল বিভাগে যথাযথ ভাবে ব্যবস্থা নেয় এবং বাকিদের বিচারের বেলায় আরও মনোযোগ দেয়। এবং সেই সাথে বিচারক দেরও অভ্য় দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আন্দোলনকারীদের প্রতি, তারা যেন জামাত শিবিরের হুঙ্কারে ভয় না পায়। জনতার আন্দলনের জয় হোক। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। জয় বাংলা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.