আমাদের কথা খুঁজে নিন

   

আমদের খাবার দাবার

"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.

ভাই আমি নতুন ব্লগার । এখন ও পরথম পাতায় একসেস পাই নাই । তাই অনেক কিছু লিখতে মন চাইলেও , কেউ পড়বেনা মনে হলে আর লেখার সাধ জাগে না । যাই হোক , সংগ্রাম চালিয়ে যেতে হবে । হতাশ হয়ে থেমে গেলে হয়তো কোন দিন প্রথম পাতায় আসতে পারবনা , কিছু বন্ধু , শুভাকাংখী তৈরী করতে পারবনা ।

আজাইরা প্যাচাল বাদ দিয়ে আসল কথায় আসি । আপনাদের কার প্রিয় খাবার কি জানতে ইচ্ছে করচে. ভাত , আলু ভর্তা, ডাল তো নিত্য দিনের খাদ্য । জিনিষ পত্রের যেই দাম । বাপরে ! গরুর মাংসের কাছে যাওয়া যায় না । খাসী আমি খাইনা, গন্ধ, নো ষাধ।

দেশী মুরগীর সেই আগের স্বাদ আর নাই । বাধ্য হয়ে ফার্মের মুরগী ই খাই । একেবারে মন্দ না । এত প্রিয় দুধ আবার এত প্রয়োজনীয় তাও মেলামাইন । ভাই জানেরা , বলেনতো কি খামু ? বাধ্য হয়ে এখন , গরু ছাগলের মত লতাপাতা চিবোই ।

যদিও স্বাস্হ্যের জন্য খুব ভালো । কিন্তু সব সময় কি আর গরু ছাগল হয়ে থাকতে ইচ্ছে করে ? মাঝে মঝে মনে চায় বাঘ সিংহ হয়ে মাংসের স্বাদ গ্রহণ করি আর শিয়াল হয়ে মুরগী ধরি । কিন্তু সেটা সম্ভবপর হচ্ছেনা র্দূমূল্যের কারণে । তাই এখন শুধু খিচুরী খাই । যা আমার খুব প্রিয় ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.