আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাত্রে সাবিত্রি আমার

শাফিক আফতাব-------- মধ্যবয়সী নারীর সুঠাম দেহ থেকে বিচ্ছূরত হয় নিপুণ যৌনসূত্র : আঁধারের ভেতর তার শরীর খলবল করে ওঠে- তার দেহের উত্তাপে আর ঘ্রাণে ব্যাপণিত হয় মধ্যরাত্র ; কলি থেকে ফুলগুলো আপনাই ফোটে। পৃথিবীর সবফুল ঝরে পড়ে ভোরে, নারী শুধু অবিকল : তার নরম সুবাসে নন্দিত হয় বেকার যুবকের মন- ক্রমশ আলোগুলো নিভে আসেÑ আর নদীর জল কলকল ; নিবিষ্ট হয়ে মেনে নিতে হয় কালের অনুশাসন। দু’জন দ’ুজনার ভেতর মিশে গিয়ে ঘুরেফিরি সমুদ্রতীর : ভ্রুণেরা নিষেকিত হয়ে জাইগোট সৃজন করে স্লাবের ভেতর - পালকের মতোন পাতা মেলে স্বপ্ন দেখে আগামীর ; ভোরের আলোয় পেলব তনু মেলে নারী তুমি হয়ে ওঠো অন্যতর। মধ্যরাত্রে সাবিত্রি আমার মিত্রসূত্রে হয় একাত্ম ; এতগুলো বছর পর মনে হয় তোমার সাথে পরিচয় এইমাত্র। ২৯.০৪.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।