আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাত্রে ক্ষত্রিয়

/

মধ্যরাত্রে আমি তীব্র হই পরিধেয় কাপড় থেকে বের হয়ে উচকিত হ্রেষারবে ক্ষত্রিয়ের ধারালো তলোয়ারে সোনার চিকচিক, বিমর্ষ কচ্ছপের ধীর চলা ঘর হতে নেমে পড়ি দুর্দম্য ক্ষুরে দাপটের সাথে, নারী নারী চেহারার চঞ্চলতায় সিঁটকায় নাক। টিয়ে নাক দেখে ঈগলের ডানা দুর্দমনীয় ক্ষিপ্রতায় নেমে আসে, ছোঁ মেরে নেই যা কিছু চাই তার অনিবার্য সফল সমাপ্তি। মধুরং। ঘুমন্ত নিঃশ্বাস বয় থেকে থেকে মধ্যরাত্রিরে সমস্ত দীর্ঘশ্বাস এক সাথে মিলে প্রবল সাইক্লোন, ঘুমের মহাসমুদ্রে চরাচর ডুবে আছে, ঘুর্নিঝড়ের কেন্দ্রবিন্দুতে প্রোথ্যিত আমি; করুণা করা আকাশ বন্দী হয় হাতের পরিধিতে। এই মধ্যরাত্বিরে পঙ্খীরাজ ঘোড়া নামে ঈগলের ডানা কেটে জুড়ে দেই কেশরের পাশে অধীনস্থ ভূ-মন্ডলে অশ্বারোহীর ক্ষুরের সাইক্লোন এই মধ্যরাত্যিরে একজন ক্ষত্রিয়ের পূর্ণ দাপট।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।