আমাদের কথা খুঁজে নিন

   

ওরা তিনজন ছিল

শঙ্খপাপ আমার

ওরা তিনজন ছিল, বুনো ওলের মত চুলকানো ঝঞ্ঝাটে এক যুবক- নারিকেল শলার মতন তীক্ষ্ণ কোন কৈশোর, আর ঘন ধুম্রের এক আদিম নারী। ওরা তিনজন ছিল, হেসেছিল মন-খোলা, অস্তিত্বে সমস্তই অবিনশ্বর। বালকের সদ্য পৃথিবী দেখা গণ্ডুষ গোঁফের ফাঁকে ফাঁকে হিংস্র জলদস্যুর হাসি; রূপভেদের আবর্তনে- কৌমুদী রাতিতে নিশাচর কেউ - বৈশাখে ঝড়। ওরা তিনজন ছিল, আহলাদে পেটানো নবীন পেশীর যুবক ঘন কুন্তল মেলে হেঁটে যাওয়া অতলান্তের প্রেমিক, এই দেহে প্রেম, এই দেহেই দ্রোহ। ওরা তিনজন ছিল, নাসপাতি রঙা পাদপদ্ম আর জলে ভাসা মীন আঁখির নারী যুদ্ধে পাঠিয়েছিল স্বামী-সন্তান। ওরা তিনজন এক হল, আর তখনই সব নীল রামধনু হয়ে গেল। ১৬/০৯/২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।