আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়াটা দিন দিন মুক্ত হচ্ছে........

দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে

ইনফরমেশন একটি পাওয়ারফুল টুল। যে এই ক্ষেত্রটাকে দখলে রেখেছে, রাজ্যটা তারই করায়ত্ত্ব রয়েছে। বিজ্ঞানের সম্প্রসারণের সাথে সাথে এই ইনফরমেশন নামক পাওয়ারফুল টুলটা আর শক্তিমানরা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছে না। ঘটনা সবারই গোচরীভূত হয়ে যাচ্ছে। প্ল্যান প্রোগ্রাম করে 'ষড়যন্ত্র' প্রস্তুত করেও আর সেইমত আগানো বতর্মান বিশ্বে কঠিন হয়ে যাচ্ছে।

মানুষের মুক্তি নিশ্চিত হচ্ছে। সত্যের এক্সপ্লোরেশন বেড়ে যাচ্ছে। মিথ্যা হচ্ছে অপদস্ত, লাঞ্ছিত। স্যাটেলাইট এবং ইন্টারনেট প্রযুক্তি বতর্মান সময়ের অবিস্মরণীয় কাজগুলির একটি করছে। অবশ্য দুষ্টলোকেরা কৌশল বদলিয়েছে।

অন্যায় যেহেতু গোপন করা সম্ভব হচ্ছে না, এই 'অন্যায়' করাটা তাদের অধিকার.... এমন একটা রুপ তাঁরা প্রচার করছে। বতর্মান বিশ্বে বড় বড় মোড়েলদের আমরা এমনটিই দেখেছি। 'সন্ত্রাসী' ট্যাগ লাগাতে পারলেই হলো! প্রমাণ ট্রমানের দরকার নেই। প্রেসিডেন্ট বুশ ইরাকে, আফগানিস্তানে হামলা করেছেন এই কৌশলের অবলম্বনে। তাঁদের অনুসারীরা সবখানেই 'প্রভু'দের অনুসরণ করতে কাপর্ণ্য করেন না।

কিন্তু তাতে কি, লাভ নেই। দুনিয়া পরিবর্তিত হয়ে যাচ্ছে, আর খুব বেশি দশক হয়ত অপেক্ষা করতে হবে না যখন 'এঁরা' আপাদমস্তক নাস্তানাবুদ হবেন। সত্যের জয়গান ছড়িয়ে পড়বে চারদিকে, মিথ্যা মুখ থুবড়ে পড়বে। আজ আমি মানবিকতার পক্ষে বিজ্ঞানের এই অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।