আমাদের কথা খুঁজে নিন

   

আলোচনা হতে পারে

পাখি এক্সপ্রেস

বখাটে জোনাকপোকারা মুদিত চোখে প্রহসন দেখে প্রেমের এফোঁড় ওফোঁড়, কালোর্ত্তীর্ণ হতে থাকে অবমর্শ প্রেমিক হৃদস্পন্দন- সরলতার পলায়ন! আমাকেও সাথে নিলো বিভ্রান্তির সরীসৃপ তাজা ঘাসের ফোঁকর ছেদনে, আমার অবস্থান মূলক নয় বলেই আলোচনা জমতে থাকে বরফ বাঁধার মতো। যাবতীয় সংলাপ অহেতুক বটে ফ্রিকোয়েন্সি তখনো ব্যস্ত ছিলো প্রেমের ট্রান্সপোর্টে- বেচারা দায়িত্বশীল বটে! জমে যেতে যেতে হিমকাতর-হিমশীতল... ইত্যাদি শূণ্যস্থান পূরণ করতে লাগলো এ্যালজেব্রার বুকে। জ্যা-ব্যাস-ব্যাসার্ধ তত্ত্বে তখন সমস্ত সরলতা... যেমন "আমি তোমাকে ভালোবাসি"র মতো সংলাপগুলো অর্থ হারাচ্ছে। "কেন্দ্রাতিক নয় মোটেও, আলোচনা গতানুগতিক" চিড়া গুড়ের বৈয়াম উল্টে আছে লালন-হাছনের মতো! কলমের বায়োগ্রাফি সাদামাটা বলে ভাবের অভিমান। ক্ষুধার্ত আলোচকের মগজে কার্বলিক দ্রবনে বুদবুদের কৈশোর ক্রিড়াশৈলী রোমান্স বিধৌত? ফ্রিকোয়েন্সি হেতুবিশেষ ব্যস্ত বলে আমার জমে যাওয়া রতি ত্যাগের সুখের মতো! দেশি সুতার বুনন বিরতিতে পুরো জামা জুড়ে শীত নেমেছে অলখেই আত্মার অধিকাংশ জামার সমার্থক। টেবিলের সেগুন কাঠে শীত দখল নিলো আগুনের বরসিটা কোথায় যেন তাপ দিচ্ছে- ফ্রিকোয়েন্সির ক্ষমতা বলে কথা! উষ্ণতা সব ত্যাগের সুখে ভাস্মর শীত নেমে আসতেই সেগুনকাঠের সুতোর জামার সমান্তরালে পদ্মাসনারোহন। সুযোগ বুঝে আমিও বাসর চৌকির নিচে বিলাপরত কুনো ব্যাঙের মতো। আমার অবস্থান নিয়ে অল্পবিস্তর আলোচনা হতে পারে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।