আমাদের কথা খুঁজে নিন

   

দুর্ভাগ্যজনক কাকতাল

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

ফ্ল্যাশব্যাক: রূপনগর - বাড়ন্ত কৈশোরের খুব আলোড়িত করা ধারাবাহিক নাটক । ইমদাদুল হক মিলনের লেখা নাটকে প্রধান দুটি চরিত্র তৌকির-বিপাশা । তখনও বিটিভিই সম্বল ।

মানুষের বিনোদনের একমাত্র অবলম্বন সেই যাদুর বাক্স । আর সেই যাদুর বাক্সে মানুষের প্রধান খোড়াক ছিল নাটক গুলো । নাটকটি সেই রকম কিছু নয়, অনেক বাংলা সিনেমার ধাচে গল্প । পার্থক্য কলা-কৌশুলি আর প্রচার মাধ্যমের । গ্রাম থেকে চাকরীর খোজেঁ আসে নায়ক, চাকরী পায় না টিউশনী পায় ।

নায়িকার মাস্টার । অতঃপর প্রেম । এর মাঝেই চলে আসে ভিলেন । শুরু হয়ে ওয়া ঢিচচিয়া ঢিচচিয়া, ঢিসুম-ঢুসুম । অতঃপর নায়কের জয় কিন্তু ততোক্ষনে নায়িকার ব্লাড ক্যান্সার এবং মৃত্যু ।

একেবারে বিয়োগাত্মক সিনেমা । আটপৌরে বাংলা সিনেমার কাঠামো কিন্তু তারপরেও সারা দেশের দর্শকদের আবেগে ভাসিয়েছে । নায়িকা বিপাশার দোলন চরিত্রের মৃত্যুর কষ্ট নায়ক তৌকিরের সাথে সারা দেশের মানুষ ভাগ করে নিয়েছে । সেই নাটকটি এতোখানি জনপ্রিয়তা পেয়ে ছিল যে আমার চেনা এক নবদম্পতি তাদের নবজাতক শিশুটির নাম রেখেছিল দোলন । ১৫-১৬ বছর পর: নাটকের দোলনের মতোই এই মেয়েটি সুন্দর আর মেধাবি ।

একটু চুপচাপ । এই ২০০৮ সালে সে ক্লাস নাইনে উঠেছে । ক্লাস ফাইভ আর এইটে ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছে । থাকে মফস্বলে । এক মেয়ে , রুপনগরের মেয়ে দোলনকে নিয়ে তারা বেশ সুখী মধ্যবৃত্ত পরিবার ।

কাকতালীয় দুর্ভাগ্য : গত ১৮ অক্টোবর রূপনগরের দোলনের মতোই আমাদের বাস্তবের দোলন ব্লাডক্যান্সারে আক্রান্ত হয়ে পিজি হাসপাতালে মারা যায় । মৃত্যুর কিছুদিন আগে জানা যায় মেয়েটি ব্লাডক্যান্সারে আক্রান্ত । সব সময় ততোদিনে পেরিয়ে গেছে, শেষ উপায় ছিল কেমোথেরাপি । সময় থাকলেও এই মধ্যবৃত্ত পরিবারটি চিকিৎসা খরচ জোগাতে পারত না, সেই চেষ্টার সুযোগ না দিয়ে নাটকের দোলনের মতোন বাস্তবের দোলন চলে গেল । পুনশ্চ: গল্পটি রুপনগরের রুপকথার মতো হলেও দুঃখজনকভাবে ঘটনাটি সত্য ।

রাহা, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।