আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধীদের আর বিচার করার দরকার নাই, ছেড়ে দেন!!

আমি অতি সাধারন ধ্রুব। নিজেকে মানুষ ভাবতে ভালবাসি। ভালবাসি কবিতাকে। কবিতা মূলত আমার নেশা , পেশা ও প্রতিশোধ গ্রহনের হিরন্ময় হাতিয়ার। যেখানে অবলীলায় অবরুদ্ধ আমার বাস্তবতা, সেখানে উপাসনায় জাগ্রত সদাই আমার কবিতা।

বেঁচে থাকতে চাই একটি পরিপূর্ণ মানুষ হিসেবে। ভাল শিবির-জামায়াতের মতোন রাষ্ট্রদ্রোহী দলের যেখানে অস্তিত্ব থাকারই কথা নয়, তারা সেখানে জনসম্মুখে, পুলিশের উপস্থিতিতে কি করে হুমকি দেয়, ‘দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না?’ বঙ্গবন্ধু ভুলের বোঝা এখনো টানছে বাঙালি… সাধারণ ক্ষমা ঘোষণা করা ঠিক হয় নাই। আরবদের আমরা যতোই-ই বলি হিংস্র-পাষাণ, কিন্তু ওদের রীতিই ঠিক আছে… ব্লাড ফর ব্লাড। গ্যাংরিন আক্রান্ত ক্ষত কখনো সারে না। তখন সেই অঙ্গ কেটে ফেলতে হয়।

এইসব স্বাধীনতাবিরোধী, ধর্মের অপব্যবহারকারীদেরও উচিত ছিল প্রকাশ্যে হত্যা করা! ট্রাইব্যুনাল যদি জামায়াতের হুমকি’র ভয়ে এই রায় দিয়ে থাকেন, তাহলে আমি সেই রায়কে ধিক্কার জানাচ্ছি। পলাতক বাচ্চু রাজাকারের চাইতে অনেক ভয়ানক অপরাধের অপরাধী এই কসাই কাদের। তারই যদি এই বিচার হয়, তাহলে অন্যান্য যুদ্ধাপরাধীদের আর বিচার করার দরকার নাই, ছেড়ে দেন!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.