আমাদের কথা খুঁজে নিন

   

অনুৎপাদনশীল রিক্সা শ্রম এবং হুইল চেয়ার প্রসঙ্গ।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

এক বার ভাবুন তো ঢাকা শহর এবং সারা দেশ থেকে একযোগে সব রিক্সা তুলে নেয়া হল। তখন আমাদের প্রধান যানবাহন কি হুইল চেয়ার হওয়া উচিত। যদিও এখনো আমরা রিক্সা নামক হুইল চেয়ারে চড়ছি। নিজেকে প্রতি নিয়ত পঙ্গুত্বের দিকে ধাবিত করছি। যে শ্রম বৃথা জাতির উন্নয়নে কোন কাজে আসে না শুধু বেচে থাকার তাগিদে একটি অনুৎপাদনশীল ও ন্যাক্কতারজনক এবং মানবতা বিরোধী শ্রম আমাদের জাতিকে দিনে দিনে মানবতা বোধকে কলুষিত করছে। তবে রিক্সার বদলে হুইল চেয়ার নিয়ে চলাচল করলে নিজের কাজ নিজেই করার সামিল মনে হবে। এতে করে বাচবে টাকা, সময় এবং যে পরিশ্রম হবে। তা হবে সৌভাগ্য স্বরুপ। কারণ পরিশ্রমে সৌভাগ্য আনে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।