আমাদের কথা খুঁজে নিন

   

অনুৎপাদনশীল রিক্সা শ্রম এবং হুইল চেয়ার প্রসঙ্গ।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

(১) এক বার ভাবুন তো ঢাকা শহর সহ সারা দেশ থেকে একযোগে সব রিক্সা তুলে নেয়া হল। তখন আমাদের প্রধান যানবাহন কি হুইল চেয়ার হওয়া উচিত। যদিও এখনো আমরা রিক্সা নামক হুইল চেয়ারে চড়ছি। নিজেকে প্রতি নিয়ত পঙ্গুত্বের দিকে ধাবিত করছি। যে শ্রম বৃথা জাতির উন্নয়নে কোন কাজে আসে না শুধু বেচে থাকার তাগিদে একটি অনুৎপাদনশীল ও ন্যাক্কতারজনক এবং মানবতা বিরোধী কায়িক শ্রম আমাদের জাতির মানবতা বোধকে কলুষিত করছে।

(২) নদী ভাঙ্গন কবলিত বাংলাদেশে ভূমিহীন মানুষগুলো নগরমুখি হওয়ার পর তাদের বেচে থাকার তাগিতে এই কায়িক শ্রম দিতে বাধ্য হয়। এই অসহায় পরিবার গুলোর নুন্যতম চাহিদা মেটাতে প্রায় সব সরকার ব্যার্থ হয়েছে। তাদের কে উদ্দেশ্য করে কোন সরকারী প্রকল্প আলোর মুখ দেখেনি। এন, জি, ও, গুলোও তাদের ঋন দিতে চায় না। সহায় সম্ভলহীন এই মানুষকে গ্রাম মুখি করতে গিয়ে যে ভুমিহীনদের খাস জমি বিতরন এর ব্যবস্থা করা হয়ে ছিল তাদের অনেকেই জমির দখল বুঝে পায় নি।

(৩) একদিকে যেমন শ্রম ঘন উৎপাদনশীল খাত পাট ও অন্যান্য শিল্প ধ্বংস করা হচ্ছে। বেকারদের কর্মসংস্থান করার জন্য নতুন নতুন কৌশল রপ্ত করার কথা সেখানে আমরা উল্টো রথে চড়েছি। (৪) সস্থা যানবাহন ব্যবহার করতে যেয়ে নিজে এবং দেশকে দেশের অর্থনীতির ক্ষতি করছি। (৫) অতিরিক্ত ভাড়া দিয়েও অনেক সময় আমরা এই শ্রমটিকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিয়ে যাচ্ছি। (৬)কিন্তু যা উচিত ছিল , একটা শ্রম নীতি এবং নিম্ন মজুরী নির্ধারন করে এদের অন্য কোন শিল্প প্রতিষ্টানে কাজের জন্য উৎসাহ দেয়া।

(৭)তাদের স্হাস্থ নিরাপত্তা মারত্বক হুমকির সম্মুখিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।