আমাদের কথা খুঁজে নিন

   

জ্যান্ত সাপ কখনই সোজা হয় না।

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

কথাটা আগের পোস্টে বলেছি। জামায়াত সব সময়ই জামায়াত -১৯৫৪ সালের লাহোরের কাদিয়ানী বিরোধী রায়টের থেকে ১৯৭১ সালের রাজাকারি - এতো কিছু দেখার পরও যদি কেউ ভাবে নির্বাচন কমিশনকে খুশী করার জন্যে জামায়াত বদলে গেছে - বিষয়টা হবে একটা বিরাট ঘটনা - যেমনটা শুনা যাকে যদি পৃথিবীর সকল বিড়াল সকালে উঠে বলে এরা আর ভাজা মাছ খাবে না। দেখুন - মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পলাতক আসামী - যে বিশেষ মহলের আশির্বাদে বাংলাদেশের আইন-আদালতকে কাঁচকলা দেখিয়ে সরকার প্রধানের সাথে রাষ্ট্রের ভবিষ্যত নিয়ে বৈঠক করে - সে পরিষ্কার ভাষায় বলেছে - "আগের অবস্থানেই আছে জামায়াত:" http://www.amadershomoy.com/online/content/2008/10/22/news0943.htm মুজাহিদ আরো বলেছেন, যারা মনে করছেন জামায়াত বদলে গেছে তারা ভুল করছেন। জামায়াতের এইসব পিছলামী দেখে শুনে একটা কথা মনে পড়ছে - মুরুব্বীরা বলেন - "জ্যান্ত সাপ কখনও সোজা হয় না। এদের সোজা বানাতে হয় - মেরে।" মুক্তিযুদ্ধের ফসল বাংলাদেশে ৩৮ বছর এই ফ্যাসিস্ট সংগঠনটি যথেষ্ঠ পিছলামী করেছে - এখনও সময় আছে - কালসাপ জামাতকে সোজা করার নির্ধারিত পদ্ধতি অনুসরন করে দেশকে রাজাকার মুক্ত প্রকৃত স্বাধীন দেশ হিসাবে দাঁড় করানো। [img|http://media.somewhereinblog.net/images/thumbs/eskimoblog_1224549609_1-jamat[1].jpg] জামায়াতের নতুন গঠনতন্ত্রের বর্ডারে ব্যবহৃত রংটার দিকে দৃষ্টি দিলেও দলটির আসল চেহারার কিছুটা দেখা যাবে বলে বিশ্বাস। স্বাধীনতার ৩৮ বছর পরও এরা বাংলাদেশের পতাকার সবুজ রংটাকে ব্যবহার না করে পাকিস্তানের পতাকার রংটা ব্যবহার করছে - এতে কি কিছু বুঝা যায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.