আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্স পুরা পেইন

দেখবেন নাকি একবার ব্যবহার করে :)

ফায়ারফক্স দিনে দিনে পুরা পেইন হয়ে যাচ্ছে। তাই এখন থেকে অপেরা ব্যবহার করব ঠিক করেছি। কিন্তু ফায়ারফক্সের কয়েকটি টুল খুব মিস করছি । যেমন: ফায়ারবাগ ও ওয়েবডেভলপার টুল। কি আর করা। ফায়ারফক্স পেইন হওয়ার কারন: ১. খুব বেশি ভার্চুয়াল ও রিয়েল মেমরি নিচ্ছে। ২. ২০ টার বেশি ট্যাব ওপেন করলে, মারাত্বক স্লো হয়ে যাচ্ছে। ৩. প্রচুর হ্যাং করছে। দেখা যাক অপেরা কেমন চলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।