আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ৪৫ (প্রেমের জগৎ বনাম বাস্তব জগৎ)

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৪৪ (এসেছি ফিরে) : অনু! : কি গো? (দুষ্টমি) : প্রেম আর বাস্তবের জগৎ আলাদা! : তাই কি? (মুচকি হাসি) : নয় আবার! আবিষ্কার করলাম (সিরিয়াস) : কি বলেন আমার আর্কিমিডিস (চাপা হাসি) : তুমি বুঝনা! প্রেমের দুঃখ কি দুঃখ? : তো! : প্রেমের দুঃখ হলো সুখের জ্বলন, : তাই কি? : হুমম.. তোমার দেয়া কষ্ট সুখের চেয়েও সুখ : আর কিছু? (দুষ্টমি মাখা আগ্রহ) : প্রেমের সাগরে পানি নেই! : হি হি হি কি বলছো! : সত্য-প্রমিকের অভিজ্ঞতার কথা : প্রেমসাগরে পানি নেইতো আছে কি! : কিছু নেই! শুন্য, ঝাপ দিলাম জল তল কিছু্‌ই পাচ্ছিনা : হুমম : প্রেমের ঝগড়া কিন্তু ঝগড়া নয়! : ওমা ঝগড়া আবার কি হবে! : প্রেমের ঝগড়া হলো কাছে টানার অজুহাত : ওমা!!! তাই বলেই কি ইচ্ছা করে ঝগড়া লাগাও : সিরিয়াস হও..শুনো : হুমম সিরিয়াস, বলো (চাপা হাসি) : প্রেমের সুখও কিন্তু সুখ নয় : কি তবে? : (চুপ) : মন খারাপের কি হলো!! বলোনা প্রেমের সুখ কি? : প্রেমের সুখ হলো পাষাণ পিপাষা, যত পাই তত চাই। : মন কেন খারাপ হলো , এ্যাই... : তোমায় পেয়ে আমি সুখের অসীম পাষাণ পিপাসায় পিপাসী। : স্বার্থপর : কেন? : শুধু তুমিই পিপাসী? তোমায় পেয়েও পাবার পিপাসায় আমার বুক ফেটে যায়! ২০-১০-০৮, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।