আমাদের কথা খুঁজে নিন

   

ভীতু কাপুরুষ আলখেল্লা গায়ে যে কবিতার তার জন্মই আজন্ম পাপ!!

যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি

ভীতু কাপুরুষ আলখেল্লা গায়ে যে কবিতার তার জন্মই আজন্ম পাপ ভয়ার্ত মানুষের পাশ থেকে সরে যায় যে কবিতা তার মৃত্যুই ভাল জুবুথুবু মানুষ শীতজলে ভেজা কাকের পাশে যে কবিতা আগুন হয়ে জ্বলে না সে কবিতা নিক্ষিপ্ত হোক ডাস্টবিনে কাঙ্গাল ভিখিরির হাতে যে কবিতা পয়সা ছুঁড়ে দেয় সে কবিতা নয়। শহীদের রক্ত মাখা সার্ট যে কবিতা চেনেনা তার চোখ অন্ধ হয়ে যাক উদোম গতরের কৃষানি দেখে যে কবিতা কামভাবে ব্রত তাকে আমি ঘৃণা করি। রাজপথে মৃত লাশ দেখে যে কবিতা কাঁদেনা তাকে আমি পদাঘাত করি ধর্ষিতা নারীর শরীরী শোভা দেখে যে কবিতা তাকে আমি জ্যান্ত কবর দেই। ফুটপাথে নগ্ন কিশোর কে গরম কাপড় দিতে পারে না যে কবিতা তাকে উলঙ্গ করা হোক প্রেম কে বিকৃত কামে সাজায় যে কবিতা তার পশ্চাদ্দেশে লাথি মারি। কত টুকু জমি চাষ করে কত দিন বাঁচে মানুষ সে কথা যে কবিতা বলে না তার মুখে ঘৃণার থুথু যে কবিতা মানুষ কে ভাগ করে দেশ জাতি ধর্মে তার মুখে নির্বিকার পেচ্ছাপ করি। সকল শোষণ বঞ্চনা শ্রেণীপিড়ন অনাচার অবিচার মুখে মেখে যে কবিতা পুনর্জন্ম নেয় সাধু হয়ে তকমা ঝোলায় তার শ্রীচন্দন মুখে লাথি মারি..... নির্বিকার লাত্থি মারি....সমবেত মিছিল লাত্থি মারি..... কবিতা বিষয়ে এই হলো আমার কথা। ভাল লাগতেই হবে এমন দিব্যি নেই......


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.