আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাথমিক তথ্য

আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি

আজ থেকে জমা নেয়া শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরম। ২ নভেম্বর পর্যন্ত বিভাগগুলোতে এবারের ফরম জমা দেয়া যাবে। ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.ru.ac.bd থেকে সংগ্রহ করতে হবে। ফরমের সঙ্গে পরীক্ষার ফি হিসেবে ১০০ টাকা জমা দিতে হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে ১৬ নভেম্বর ২০০৮ তারিখ থেকে।

আবদনের যোগ্যতা- বিজ্ঞান শাখা থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.৫ পেলে এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান এবং কৃষি অনুষদের বিভাগগুলোতে পরীক্ষা দিতে পারবে। উভয় পরীক্ষায় তাদের পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.৫ থাকতে হবে। তবে তারা যদি কলা, বিজনেস স্টাডিজ, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের বিভাগগুলোতে পরীক্ষা দিতে চায় সেক্ষেত্রে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৮ লাগবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণরা এসএসসি ও এইচএসসি পরীক্ষা মিলিয়ে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৬.৫ পেলে কলা, সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত বিভাগ এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে পরীক্ষা দিতে পারবে। উভয় পরীক্ষায় তাদের পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩ থাকতে হবে।

এই শাখার শিক্ষার্থীরা আইন ও বিজনেস স্টাডিজ অনুষদের বিভাগগুলোতে পরীক্ষা দিতে চাইলে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭ লাগবে। বাণিজ্য শাখার শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসি পরীক্ষা মিলিয়ে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭ পেলে বিজনেস স্টাডিজ অনুষদের বিভাগগুলোতে পরীক্ষা দিতে পারবে। উভয় পরীক্ষায় তাদের পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.৫ থাকতে হবে। তবে তারা কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের বিভাগগুলোতে পরীক্ষা দিতে চাইলে তাদের মোট জিপিএ ৭.৫ থাকতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।