আমাদের কথা খুঁজে নিন

   

শেকড়ের কাছাকাকাছি

সংবিধানের তৃতীয় ভাগ –এ “মৌলিক অধিকার” এর অংশ- “জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকাররক্ষণ” ৩২- এ বলা আছে, জীবন ও ব্যাক্তি স্বাধীনতা হইতে কোন ব্যাক্তি কে বঞ্চিত করা যাইবে না।

বাবা আমার কবরে মা আজও চোখে জল নিয়ে বোনটি আমার সপ্ন দ্যাখে প্রিয় মানুষটি প্রহর গুনছে ফিরে যবি কবে বাড়ীতে । বাবা বলেছিল একটিই কষ্ট মুছে ফেলতে হবে দু:খ যত গড়তে হবে দেশটি আমার ঋৃনি আজও আমি কাছে সবার । মায়ের চেখে সীমাহীন প্রশ্ন উত্তর জানি মিলবে না সব তবুও জানাই আজ দূর হতে তোমার ছেলে সেরা কাজ করবে । বোনটি আমার গাইছে গান গলা ছেড়ে একদিন হয়তো দাঁড়িয়ে যাবে ,সবকিছু ফেলে আজও আমি ঘাম ঝরাই তার অনুভুতি ছোব বলে নিয়তির সাথে যুদ্ধ করে ,হাসি কাঁদি রাত জেগে ।

প্রিয় মানুষটির অভিমানি মুখ মুক্তি পায়না আমার যত সুখ কান্নায় আমার বুক ফাটে কাছে পাইনা যখন তাকে । দেশটি আমার সব মিলিয়ে তবুও অবহেলিত তোমরাই আমার সবকিছু,শুধু জেনে রেখ হেরে যাবো বলে সপ্ন দেখিনি,করে যাই যুদ্ধ হৃদয়ে পন করেছি আমি,করব তোমাদে মুক্ত । । ভালো লাগেনা তবুও বিদেশ বিভুঁয়ে উত্তরহীন মনে প্রশ্ন অনেক ফিরে যাবো কবে বাড়িতে । (সকল বাঙ্গালি প্রবাসিদের উৎর্সগে ।

আর যারা এখনও রাজাকার বলে খ্যাত হয়ে দেশের বুকে প্রানবন্ত নি:শ্বাস নিয়ে বেচেঁ থাকছে ,তাদের প্রতি তিব্র ঘৃনা জানাই )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.