আমাদের কথা খুঁজে নিন

   

ছদ্মবেশী স্বপ্ন-বণিক

..

সব মানুষের বুকের ভেতর একটি কাকের বাসা রোজ জড়ো করে জঞ্জাল কত আকাশ-কুসুম আশা। চমৎকার সাজানো পণ্য-সম্ভার সব হীরে-জহরত-মণি-কাঞ্চণ হাজার ঝাড়বাতি জ্বলে জ্বলে ওঠে স্বপ্নবৎ লাল নীল মানুষেরা লক্ষ গোলাপ ফুটে উদ্যানে লাল পাপড়ির বৃষ্টিধারা নামে অবয়ব সুস্নাত ভালবাসা! আহা! ভালবাসা! কিযে পসরা সাজাও তুমি কিযে মায়া-অঞ্জন মাখাও দু’চোখে ট্রজান-ঘোড়া থেকে পিল পিল বের হয় ছদ্মবেশী স্বপ্নবণিকেরা বিস্ময়-বিহবল এক ট্রজানের মতো হতবাক দেখি জীবন বিকিয়ে গেছে স্বপ্নের দামে। যে জানে সেই জানে স্বপ্ন কতো মধুময় ; যে জানে সেই জানে স্বপ্ন কতো বিষময়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।