আমাদের কথা খুঁজে নিন

   

ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দুইজন উপদেষ্টা, এবং শাইখ সিরাজ



গতকাল বিকালবেলা আমি কেন যানি টিভি অন করলাম দেখলাম একটা নৌকাবাইচ চ্যানেল আইতে live telecast হছে, এবং অবাক হলাম আমেরদের দেশের দুইজন উপদেষ্টা নৌকাবাইচ enjoy করছেন এবং বিভিন্ন বিষয়ে মন্তব্য করছেন, তাদের বিষবশ্তু শুধু নৌকাবাইচে আটকে থাকেনি, তারা এই নৌকাবাইচের ঐতিহ্য, বাংলদেশের নদ-নদীর বর্তমান অবস্থা এবং কিভহাবে এর আগের অবস্থায় ফিরিয়ে নেয়া যায় এসব বিষইয়ে আলচোনা করেন। উপদেষ্টা ড. সি এস করিম এই নদির যৌবন ফিরেয়ে আনার বেপারে যথেস্ট আশাবাদ শুনিয়েছেন। উপদেষ্টা রাশেদা কে চৌধুরী excited ছিলেন এবং উনি surprised হন নৌকাবাইচে মেয়েদের সরব উপস্থিতি দেখে। উল্লেখ্য এই নৌকাবাইচ গোপালগঞ্জের কোটলীপাড়র কলাবিড়ী ইউনিয়নের বাবুর খালে বাংলা ১২১১ থেকে হয়ে আসছে।যা এ বছর ২০৫তম আসর আয়জন করল। এ খেত্রে জনাব শাইখ সিরাজ যথেস্ট প্রসংসার দাবি রাখেন। অনাকে আমার লড়াকু লাল সালাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.