আমাদের কথা খুঁজে নিন

   

অর্বাচীনের ছড়ার ক্লাশ

আমি কবি নই ছড়াকারও নই

ছড়া লেখা তোমরা কেউ শিখতে যদি চাও শুরু কর লেখালেখি ভয় নাহি পাও ছড়া হলো ছন্দের মিল অর্থ তেমন নেই ছন্দ মেলানো আসল কথা না হারিয়ে খেই অনেক অনেক পড়তে হবে ছড়া লেখার আগে তখন শব্দ চলে আসবে তোমার হাতের বাগে অনেক কিছু ভাবলে পরে ছড়া হবে না লিখে তাই যেতে হবে মাথায় আসে যা লিখে লিখে এক সময় হাতটা হবে পাকা ছন্দ মিল সবকিছু থাকবে ভরে ঝাঁকা ছন্দ মেলাও লিখে যাও একের পর এক ছড়া অন্তঃমিলটা খেয়াল রেখো থাকে যেন ধরা ছড়া হবে যাবে ঠিকই তোমার সব কথা সুখ দুঃখ হাসি কান্না মনের যত ব্যাথা আমার কথা খেয়াল রেখো যখন যেথায় থাকো বড় ছড়াকার হয়ে গেলেও আমায় মনে রেখো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।