আমাদের কথা খুঁজে নিন

   

অর্বাচীনের প্রবচনগুচ্ছ- হুবহু ছাপানো-------

ভাল লাগে মানুষকে সৃস্টিকে প্রকৃতিকে

'পশ্চিমে এক ধরনের সংহত, তীক্ষ্ণ, শাণিত, অন্তর্ভেদি মন্তব্য, যাকে বাংলায় পলতে পারি প্রবচন, রচনার রীতি রয়েছে l ইংরেজিতে একে বা হয় Aphorism, বা Maxim ; এর সাথে অন্তর মিল রয়েছে Pensee ও Sententia-র, এমনকি Proverb -আর সাথেও এর রয়েছে সম্পর্ক l আয়ফ্রিজম (Aphorism) সংহতভাবে প্রকাশ করে কোনো সত্য l আয়ফ্রিজম বুদ্ধিদীপ্ত শ্লেষাত্মক হ'তে পারে, নাও হ'তে পারে l প্রবাদ এক ধরনের আয়ফ্রিজম l মেক্সিম (Maxim) ও অনেকটা একই ধরনের, এতেও সংহতভাবে প্রকাশ করা হয় মানবাচরণ ও মানবপ্রকৃতি সম্পর্কে কোনো সাধারণ সত্য ; তবে মেক্সিম একটু সংকীর্ণ, কেননা এতে বড় হয়ে ওঠে রচয়িতার বিশেষ দৃষ্টি l ' -প্রথা বিরোধী লেখক হুমায়ুন আজাদ –এর 'প্রবচনগুচ্ছ'-এ ভুমিকা পর্বে শুরুতেই এই কথা গুলো লেখা l ১ মানুষ সিংহের প্রশংসা করে,কিনতু আসলে গাধাকেই পছন্দ করে l ১০ আগে কাননবালারা আসতো পতিতালয় থেকে, এখন আসে বিশ্ববিদ্যালয় থেকে l ২১ বাঙালি যখন সত্য কথা বলে তখন বুজতে হবে পেছনে কোনো অসথ উদ্দেশ্যও আছে l ২৪ পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও l ২৫ আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও আবর্জনাই থাকে l ৩৫ কবিরা বাংলায় বস্তিতে থাকে, সিনেনার সুদর্শন গর্ধবেরা থাকে শীতাতপনিয়ন্ত্রিত প্রাসাদে l ৬৬ প্রতিটা সার্থক প্রেমের কবিতা বোঝায় যে কবি প্রেমিককে পায় নি , প্রতিটা ব্যর্থ প্রেমের কবিতা বোঝায় যে কবি প্রেমিকাকে বিয়ে করেছে l ৭৯ মূর্তি ভাঙ্গতে লাগে মেরুদন্ড, মুর্তিপুজা করতে লাগে মেরুদন্ডহীনতা l ১১২ সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মত শোনায় l মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ব'লে মনে হয় l ১৪৮ বিপ্লবীদের বেশি দিন বাঁচা ঠিক নয় l বেশি দিন বাঁচলেই তারা প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে l ২০০ পৃথিবীতে যতো দিন অন্তত একজনও প্রথাবিরোধী মানুষ থাকবে, ততো দিন পৃথিবী মানুষের l ( হুমায়ুন আজাদ-এর প্রবচনগুচ্ছ থেকে সংকলিত ) হুমায়ুন আজাদ কালজয়ী লেখক l তাঁর এই প্রবচনগুচ্ছ পড়তে বসে আমার ভাবনায়ও কিছু সত্য সংহতভাবে প্রকাশের ইচ্ছা জাগে lআমার ইচ্ছা আমি দমাতে পারিনি l যদিও কোনো কিছুই এক মনে করা হয়নি কখনো l শিক্ষাকালে প্রথাগত ভাবে বাংলার গাঁথুনিটাও মজবুত করিনি l প্রেমপত্রেই লেখা-লেখির হাতে খড়ি l তারপরও মনের ইচ্ছা 'প্রবচন' লিখার -তাই লিখছি l প্রশংসা হোক, নিন্দা হোক, আলোচনা বা সমালোচনা হোক -আপাতত এই পঁচিশটি (২৫) প্রবচন-ই আরো লেখার পথ প্রশস্ত করবে l অর্বাচীনের প্রবচনগুচ্ছ ১ এ দেশে মিথ্যাকে শিল্পের পর্যায় যারা নিতে পারে সংসদে তাদের জন্যই আসন সংরক্ষিত হয় l ২ শিকার করার জন্য আজকাল পরের কাঁধে বন্দুক রাখলেই চলেনা ; খেয়াল রাখতে হয় বন্দুকটা যেন নিজের না হয় আর গুলির দাম অবশ্যই পরের টাকার l পাকা শিকারীরা ট্রিগারটাও অন্যকে দিয়ে চাপায় l ৩ মুসলিম প্রগতিশীলরা বছরের বারো মাস পানাহার করে, আর হিন্দু প্রগতিশীলরা সপ্তাহের অন্তত একদিন হলেও নিরামিষ আহার করে l ৪ এ সময়ের বামপন্থীরা শেষ পর্যন্ত ডান দিকেই স্বাচ্ছন্দ বোধ করেন l ৫ ইশ্বরের কাছে একটি মাত্র বর পাওয়ার সুযোগ থাকলে এ কালের পুরুষরা চাইবে সে ভিন্ন সকল পুরুষের শিশ্নহীনত়া এবং নারীরা চাইবে গর্ভধারণ থেকে মুক্তি l ৬ এ সমাজে অবিবাহিত নারীর সঙ্গমে অনীহার অন্যতম কারণ নাকি অবাঞ্চিত গর্ভোধারণ l তাই আই-পিলের বিজ্ঞাপন আজকাল উপ-মহাদেশীয় টিভি চ্যানেল ঘন ঘন প্রদর্শিত হয় l ৭ বাঙালির দৃষ্টিভঙ্গি অবস্তাভেদে বদলায় ; রিকশা আরোহন কালে বাঙালি গাড়ীকে আর গাড়ী আরোহন কালে রিকশাকে দোষারোপ কেবল বাঙালিই করতে পারে l ৮ প্রকৃত ধর্মানুসারীরা এ সমাজে সংখ্যালগু আর ধর্মানুরাগীরা সংখ্যাগুরু l ৯ বাংলায় পাশবিকতা শব্দটা যে ক্ষেত্রে ব্যবহার করা হয়, ত়া কোনোভাবেই পশুদের আচরণের সাথে মানানসই নয় l এক্ষেত্রে শব্দটা মানবিকতা হওয়াটাই যুক্তিযুক্ত l ১০ কুকুরের লেজ কখনো সোজা হয় না- যাদের অজু রাখা দরকার তারা এ ক্ষেত্রে 'কুকুরের' পরিবর্তে বিটিভি পরলেও চলবে l ১১ বামপন্থার সুসময়ের কমড বদলে গিয়ে কর্পোরেট হয়ে সবাইকে বলতে পারেন 'বদলে যাও বদলে দাও' l এ ক্ষেত্রে আপনি যদি সঠিক পথেও থাকেন তবে আপনার জন্য স্লোগান হবে 'আপনি শুরু করুন, বাকিরা (যারা সঠিক পথে রয়েছেন) ঠিকই বদলাবে l ' ১২ মানুষের জন্য ইশ্বররের প্রথম শাস্তি স্বর্গ থেকে আদমকে বহিষ্কার l এদেশের প্রবাসী শ্রমিকরা এই শাস্তি এখনো ভোগ করে l কারণ তারা আদম বেপারীর প্ররোচনায় পরবাসে পাচার হওয়া আদম-সন্তান l ১৩ নারীকে নগ্ন দেখার প্রত্যাশা করে না এমন যুবক এ সমাজে বিরল, আবার নগ্ন নারীকে দীর্ঘক্ষণ দেখার মত বলবান যুবকও বিরল l ১৪ নারীর জন্য বিবাহ-বহির্ভূত যৌনতা ততক্ষণই উপভোগ্য যতক্ষণ ত়া গোপনীয় থাকে ; এ ক্ষেত্রে পুরুষদের জন্য ত়া তখনই উপভোগ্য যখন ত়া সর্ব-সাধারণে আলোচিত হয় l ১৫ এদেশে কারো মন্ত্রী-এমপি হওয়ার সম্ভাবনা দেখা দিলে তার চৌদ্দ গুষ্টির সাথে শুরুতেই সমজোতা করা উত্তম l কেননা ক্ষমতার দাপট এরাই বেশি প্রদর্শন করে l ১৬ বাংলাদেশের বিচারকদের এখন অসীম ক্ষমতা l তাঁরা চাইলে নয় মাসের গর্ভবতীকে সন্তান প্রসব না করার জন্য ছয় মাসের স্তগিতাদেশ প্রদান করতে পারেন l ১৭ এদেশে ক্ষমতাশীন দলের নেতা-কর্মীদের মাথায় যে চিন্তা সব সময় কাজ করে, ত়া হলো আমাদের কিছু করতে হবে l এই করাটা অবশ্যই নিজের জন্য ; দল বা দেশের জন্য কোনো ভাবেই নয় l ১৮ আগে অভিনেত্রীদের নিয়ে আলোচনার বিষয় ছিলো গোপন প্রেম এখন অভিনেত্রীদের নিয়ে আলোচনার বিষয় হলো গোপন ভিডিও l ১৯ দীর্ঘ বিবাহিত জীবনে স্ত্রীর স্পর্শে বেশির ভাগ স্বামীই শিহরণ বোধ করে না l কিনতু ভান করে শিহরণের ! ২০ এখনকার প্রগতিশীলরা বসন-ভূষণে নাস্তিক কিনতু আপাদমস্তক আস্তিক l ২১ ভারতীয় টিভি চ্যানেল গুলোতে এখন ফুটপাতের কবজ বিক্রেতাদের সরব উপস্তিতি l নজর রক্ষার কবজ এখন প্রযুক্তিতে এগিয়ে যাওয়া ভারতীয়দের একবিংশ শতাব্দীর পণ্য l ২২ বাংলাদেশের রাষ্টপতি ও বাঙালির ডান কাধের ফেরেশতা প্রায় সময়ই কর্মহীন l কিনতু বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাঙালির বাম কাধের ফেরেশতার কাজের কোনো শেষ নাই l ২৩ সাংবাদিকের আইডি কার্ড আর ছিনতাইকারীর ছোরা এ দুটোই এখন আতঙ্কের l ২৪ বর্ষা যাদের প্রিয়, বৃষ্টিকে তারাই বেশি উপেক্ষা করে l ২৫ শিশু ভুমিষ্ট হতেই সে ভলো হবে না মন্দ হবে, ধনী হবে নাকি দরিদ্র হবে, আস্তিক হবে না কি নাস্তিক হবে -এর কিছুই বলা অসম্ভব l যা নির্দিধায় বলা সম্ভব ত়া হ'ল একদিন এই শিশুর মৃত্যু হবে l

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।