আমাদের কথা খুঁজে নিন

   

ফুলের নাম - শিউলী

রাজা

এই ফুলের বাংলা নামঃ শিউলী অন্যান্য স্থানীয় নামঃ শেফালী, Har singar, Coral Jasmine, Tree of Sorrow, Queen of the night, Singarei, Paarijat বৈজ্ঞানিক নামঃ Nyctanthes arbor-tristis পরিবারঃ Oleaceae (Jasmine family) বৈজ্ঞানিক বিভাজন এইভাবেঃ Kingdom: Plantae Division: Magnoliophyta Class: Magnoliopsida Order: Lamiales Family: Oleaceae Genus: Nyctanthes Species: N. arbor-tristis Binomial name : Nyctanthes arbor-tristis এর ফুল গুলি রাতে ফোট এবং সকালে ঝড়ে যায়। শরৎ ও হেমন্ত কালের শিশির ভেজা সকালে ঝড়ে থাকা শিউলী গ্রামের পরিচিত দৃশ্য ছিল একসময়। Nyctanthes এর অর্থ হচ্ছে সন্ধ্যায় ফোটা এবং arbor-tristis এর মানে হচ্ছে বিষন্ন গাছ। সকলে ঝড়া ফুলে মাঝে বিষন্নভাবে দাড়িয়ে থাকে বলে মনে হয় এই রকম নামকরন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।