আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিস্তিনি কবিতা -১

বাঙলা কবিতা

শহীদেরা যখন ঘুমোতে যায় / মাহমুদ দারভিশ শহীদেরা যখন ঘুমোতে যায়, পেশাদার শোকার্তদের খপ্পর থেকে তাদের রক্ষার জন্য আমি জেগে থাকি। তাদেরকে বলি : একদিন নিশ্চিত এক নতুন দেশে তোমাদের ঘুম ভাঙবে যে দেশে থাকবে মেঘ, বৃক্ষ, মৃগতৃষ্ণিকা ও জল। আমি তাদেরকে অভিনন্দন জানাই, কেননা তারা অবিশ্বাস্য এক ঘটনা থেকে, হত্যাযজ্ঞের উদ্বৃত্ত-মূল্য থেকে বড় বাঁচা বেঁচে গেছে। সময় ক্ষেপণ করি, আমাকে যেন ওরা সময়ের কব্জা থেকে টেনে-হিঁচড়ে নেয়। তবে আমরা কি সবাই শহীদ ? কানেকানে বলি : বন্ধুরা, একটি দেয়াল অন্তত আস্ত রেখো, কাপড় শুকাতে হবে, আর সংগীতের জন্য অনন্ত একটি রাত। তোমরা যেখানে যেখানে চাও টাঙিযে রাখবো তোমাদের নাম, ইত্যবসরে একটু ঘুমিয়ে নাও, টক আঙুর গাছের মই-বিছানায়। রক্ষীদের ছোরা ও নবীদের বিরুদ্ধে কেতাবের ষড়যন্ত্র থেকে আমি তোমাদের স্বপ্ন সমুদয়কে বিনিদ্র পাহারা দেবো, আজ রাতে যখন ঘুমোতে যাবে, গানহীন মানুষগুলোর গান হয়ো যেন! বলছি শোন : আশা করি একটি নতুন দেশে তোমাদের ঘুম ভাঙবে, তবে দেশটিকে একটা দ্রুতগামী ঘোটকীর পিঠে তুলে দিও। ফিসফিস বলি : বন্ধুরা, আমাদের মতো হবার সে বরাত তোমাদের নেই __ আমরা এক অজানা ফাঁসির রজ্জু। মাহমুদ দারভিশ : ফিলিস্তিনের প্রতিবাদী কবি, সারাবিশ্বে স্বনামখ্যাত। অনুবাদ : সুরেশ রঞ্জন বসাক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.