আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি নির্মাণ অবৈধ: কেরি

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের বসতি নির্মাণকে অবৈধ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

গতকাল পশ্চিম তীরের বেথেলহাম শহরে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকের পর তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণকে যুক্তরাষ্ট্র এখন এবং সবসময় অবৈধ বলে মনে করে আসছে।

কেরি বলেন, 'আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে, এ ধরনের অবৈধ বসতি নির্মাণের কাজকে উপেক্ষা করে কিংবা তা গ্রহণ করে ফিলিস্তিনিরা আলোচনায় ফিরে আসতে পারে না।'

উল্লেখ্য, তিন বছর পর গত জুলাই মাসে ইসরাইল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে নতুন করে কথিত শান্তি আলোচনা শুরু হয় তবে এবারো সেই বসতি নির্মাণকে কেন্দ্র করে আলোচনা ভেঙে গেছে। এ আলোচনা শুরুর জন্য জন কেরি ইসরাইল ও ফিলিস্তিন সফর করছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.