আমাদের কথা খুঁজে নিন

   

সাকারে ঈশ্বরিনী

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের।... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

তিনি এক নিগূঢ় সন্ন্যাসিনী তাঁকে আমি বহুজন্ম চিনি অথচ ঠিকানা জানি না তাঁর, জানি না কী নাম দেখতে কেমন তিনি। ইথারে আহ্বান তাঁর ভাসে রক্তে রক্তে তরঙ্গের তোলপাড় নক্ষত্রের ওপারে অদৃশ্য হাতছানি আমার ঈশ্বরিনী, পরম আত্মার। আমি তাঁর চাই না কিছুই, রুপলাবণ্য ছাই! আমি তাঁর আত্মার আত্মা, মন চাই মন চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।