আমাদের কথা খুঁজে নিন

   

কোলকাতা বিশ্ববিদ্যালয়ে জাপানী ছাত্র


বিষাক্ত মানুষের পোষ্টের প্রসঙ্গে মনে পড়ে গেল। একবার কোলকাতা বিশ্ববিদ্যালয়ে এক জাপানী ছাত্র ভর্তি হল। কোলকাতা বিশ্ববিদ্যালয়ে নিয়ম হল সিনিয়র কে নামের শেষে 'দা' যোগ করে ডাকা। যেমন বাঘাদা, নৃপেনদা, সুনীলদা ইত্যাদি। এখন জাপানী সেই ছাত্র কয়েক বছর পর সিনিয়র হয়ে গেলেও কেউ তাকে 'দা' সম্বোধন না করে নাম ধরেই ডাকে।

এতে তার খুব মন খারাপ হওয়ায় একদিন প্রিন্সিপ‌্যালকে নালিশ করল। প্রিন্সিপ‌্যাল সবাইকে ডেকে এর কারন জানতে চাইলে ছেলেরা মাথা নিচু করে চুপ করে রইল। এর মাঝে এক ছেলে স্যারকে বলল। "স্যার, ওর নামটা জিজ্ঞেস করুন, তবেই ব্যাপারটা বুঝবেন। " স্যার জাপানী কে জিজ্ঞেস করলেন,"তোমার নাম কি?" জাপানী জবাব দিল" বোকা চো" এবার আপনারাই বুঝে নেন।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।