আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধের বিচার লীগের নিজের সম্পত্তি না, বারবার আন্দোলন করব, বারবার যুদ্ধ করব । রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব . . . .

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়? আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন? কবি মেহেরুননেসার কথা কি আমরা ভুলে যাবো? তার হত্যার এই বিচার? ১৫ বছরের কারাদন্ড! কবি মেহেরুননেসা ‘জনতা জেগেছে’ কবিতা লিখে বাঙালির জাগরণের পক্ষে কথা বলেছেন, তাতে পাকিস্তানীদের শত্রু হয়েছেন, রাজাকারদের শত্রু হয়েছেন। ২৭ মার্চ, ১৯৭১ তাকে হত্যা করা হয় বাঙালির মুক্তি সংগ্রামের পক্ষে কাজ করায়। তাকে এবং তার পরিবারের প্রত্যেক সদস্যকে কেটে টুকরা টুকরা করা হয়, মাথা কেটে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয়। এই হত্যাকান্ডে প্রত্যক্ষ অংশগ্রহণ করেন কাদের মোল্লা। এই হত্যাকান্ড প্রমানিত হওয়া সত্ত্বেও রায়ে কাদের মোল্লাকে ১৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

এই রায় প্রহসন, এই রায় বেঈমানী। এই রায় আমরা মানবোনা। মেহেরুননেসার রক্তের সাথে বেঈমানী মেনে নেয়া হবেনা। কালই লিখেছিলাম " কাদের মোল্লাকে নিয়ে এটা সম্ভবত শেষ লেখা " শেষ হয়েও শেষ হলো না । তাতে কি ? আবার রাস্তায় নামব আজকে জঘন্য রায় হয়েছে, আজই আবার রাস্তায় নামব, যুদ্ধাপরাধের বিচার লীগের নিজের সম্পত্তি না, বারবার আন্দোলন করব, বারবার যুদ্ধ করব ।

রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব . . . . আজ সন্ধ্যায় মশাল মিছিল.. সাড়ে পাচটায় রাজু ভাস্কর্যে জমায়েত, আগামীকাল বিকাল ৪টায় প্রেস ক্লাবে জাতীয় স্বার্থে ব্লগার-অনলাইন এক্টিভিস্টের সমাবেশ ও মশাল মিছিল... রাস্তায় থাকতে হবে পরশু এবং তার পরের দিনও.. ইয়াহিয়ার বংশধর একটাও বেচে থাকতে রাস্তা ছাড়া যাবে না... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.