আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের ভ্রমণঃ মাধব কুন্ড

মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....

হুট মাথায় এল কোথাও বেড়িয়ে আসি। কোথায় যাওয়া যায়?কাছাকাছি কোথাও। হুমম! মাধব কুন্ড অথবা জাফলং। ঠিক হলো মাধব কুন্ডই যাব। কোন আয়োজন নেই,একটি কার ও ভক্সিতে সওয়ার হয়ে রওয়ানা দিলাম।

১.১৫ ঘন্টার জার্নি। খোদা! পৌছে দেখি বাস,কার,লাইটেস ইত্যাদি সব ধরনের গাড়ি মিলে যান এবং মানুষজট দুটোই লাগিয়ে বসা। অগত্যা মাইলখানেক দূরে গাড়ি রেখে যেতে হল। হাজার হাজার মানুষ। বসার জায়গা নেই।

এরপরেও কিছুটা ফাঁকা জায়গা খোঁজে আমরা লাঞ্চ সারলাম। এরপর ঝর্ণা দর্শন। ছয়জন পানিতে নেমে দাপাদাপি করলাম। ঠান্ডা পানির দোহাই দিয়ে বাকিরা পারে দাড়িয়ে রইলো। আর বিভিন্ন এঙ্গেলে ফটোসেশন হলো।

আমরা যারা পানিতে নেমেছিলাম,তারাই বেশি মজা করেছিলাম। জোশ! সময়ের অভাবে ঝর্ণার ওপরে যাওয়া হয়ে ওঠেনি। নেক্সট টাইম অবশ্যই যাব,ইনশাল্লাহ! এক্সট্রা কাপর নিয়ে যাইনি তাই ভেজা কাপরেই ঘরে ফিরতে হলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.