আমাদের কথা খুঁজে নিন

   

প্রতু ফিরা আসেন, নইলে সব ফাঁস কইরা দিলাম কিন্তু

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

প্রত্যুৎপন্নমতিত্বর ইয়াহু আইডি যারা জানেন তারা দেখতাছেন যে পোলাডা এহন অনলাইনেই আছে। যহন দেখবেন না তখন প্রতুরে চাইলে চইলা যাবের বসুন্ধরায়। আর যদি বসুন্ধরাতেও না পান তাইলে মনে করবেন সিএনজিতে আছে সে। ভুলে মনে কইরেন না যে প্রতু একা, সঙ্গে আছে আরো একজন। যে যুগে প্রতু প্রতিদিন স্বাদ বদল করতো সেই যুগ এখন আর নাই।

এমনকি হাতের রেখাও দুই একটা এখন ফিরা আইছে, আশা করা যায় বাকিগুলাও আসবো। বসুন্ধরায় যার সাথে প্রতু, সিএনজিতেও তার সাথে প্রতু। আজকাল নাকি নিজের অফিসেও প্রতু নাকি দুইজন হইয়া থাকে। অতএব প্রতু ব্যস্ত। হাতের ব্যস্ততা কম, হৃদয়ের ব্যস্ততা বাইড়া গেছে।

প্রতুর বিবাহ সংক্রান্ত ব্লগ কমিটির অসাধারণ সাফল্যের সংবাদ শিগগিরই দেওয়া হইবেক। বিশ্বাস না হইলে প্রতু ইয়াহু বা ফেসবুকের প্রেফাইল পিক দেখতে পারেন, দেখেন কেমন পাঞ্জাবী পইরা জামাই জামাই ভাব নিয়া আছে। শোনা যাইতাছে প্রতু আজকাল ফার্মেসী থেইক্যা প্রচুর বেলুনও কিনতাছে। তয় কেউ তারে এহনো বেলুন ফুলাইতে দেখে নায়। সেদিন প্রতুরে ফোন করলাম, দেখি ঐপাশে প্রতু চি চি কইরা আওয়াজ দিতাছে।

কয় সে নাকি দাঁতের ডাক্তারের কাছে। আজকাল প্রতু মুখ, দাত, ঠোট সবই মেরামত করতাছে। প্রতু খায় দায় কম। ভুরি একটা হইতাছিল, সেইটা নাকি অসুবিধা তৈরি করতে পারে। তাই কম খাওয়ার দাওয়াই সে মানতাছে।

শুনছি চুল গজানোর মান্ডার তেলও নাকি আজকাল প্রতু ছয় বোতল কিনচে। অতএব বুঝতেই পারেন প্রতু কিসের প্রস্তুতি নিতাছে। প্রতু সব করতাছে, খালি ব্লগিং ছাড়া। এইটা তো হইতে পারে না। সবাই প্রতুরে অনুরোধ করতাছে, কিন্তু ফিরতাছে না।

কেন? ভাই সকল, প্রতু যদি না ফেরে বা সবাই মিলা ফিরাইয়া আনতে না পারি তাইলে কিন্তু কব্জি ডুবাইয়া কাচ্চি খাওয়ার আশা ভরসা শেষ। প্রতু কি এই ভয়ে ব্লগে ফিরতাছে না? প্রতু ফিরা আসেন, কথা দিলাম, কাচ্চি পরিমান মতো খাবো, শর্ট পরবো না। না আসলে বুঝুম আপনে আমাগো বঞ্চিত করতে চান। পাদটিকা: প্রতু গেছে বসুন্ধরায়। প্রেম প্রেম করতে করতে মনে হইলো এবার একটু বাথরুম যাওয়া প্রয়োজন।

প্রেমে পড়লে যা হয়, প্রতু ভুলে চইলা গেলো রেীডস টয়লেটে। এক মাইয়া তারে চিক্কুর দিয়া কইলো ' এইডা তো অনলি ফর লেডিস] প্রতু তখন নিজেরা দেখাইয়া কয় 'এইডাও তো অনলি ফর লেডিস' (এইটারে আরো একটু সেন্সরবিহীন করা যাইতো.....করলাম না আর কি) জ্বি প্রতু শিগগিরই অনলি ফর লেডিস হইতাছে........ তালিয়া..................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।