আমাদের কথা খুঁজে নিন

   

ব্যান করা বিষয়ে কিছু পরামর্শ

আহসান মোহাম্মদ

ব্লগ মডারেশন খুবই জটিল একটি কাজ, সন্দেহ নেই; কেননা, সকলেরই প্রত্যাশা যে তার পোস্টটি সরাসরি প্রথম পাতায় প্রকাশিত হবে। এটিই স্বাভাবিক এবং সম্ভবতঃ ডিফল্ট। কিন্তু, এই সুবিধাটির অপব্যবহারও যে হয় না, তা নয়। অনেকে অশ্লীল গালিগালাজ করেন, অন্যের জন্য মানহানিমূলক পোস্ট লেখেন। মডারেটারের পক্ষে সব পোস্ট ও মন্তব্য পড়ে পদক্ষেপ নেয়া সম্ভব নয়।

বর্তমানে এক ধরণের অটো মডারেশন সিস্টেম চালু করা হয়েছে বলা হচ্ছে। কিন্তু, সে বিষয়ে বিস্তারিত আমরা জানি না। তাই, এ নিয়ে ব্লগারদের মধ্যে অসন্তোষ বাড়ছে। আমার মতে কর্তৃপক্ষ কয়েকটি পদক্ষেপ নিলে সমস্যাটির একটি ভালো সমাধান হতে পারে। ১. গালি জাতীয় বা অন্যান্য আপত্তিকর শব্দ গুলো কোন পোস্ট বা মন্তব্যে থাকলে তা প্রকাশ না করা।

২. কোন ব্লগার যদি এমন কোন পোস্ট লিখেন, যা ব্লগের নীতিমালার পরিপন্থি হয়, তাহলে তাকে কারণসহ কয়েকবার (৩ বার হতে পারে) সতর্ক করা। তারপর তাকে নিরাপদ হতে সাধারণ ব্লগারে পরিনত করা। কাউকে একবারে ব্যান করা সমীচিন নয়। ৩. কোন ব্লগারের বিরুদ্ধে অভিযোগ করার ভিন্ন ব্যবস্থা করা এবং তা সকলে যাতে দেখতে পায়, তার ব্যবস্থা করা। এক্ষেত্রে ভোটাভুটির সিম্টেম থাকলে তা হবে মত প্রকাশের মৌলিক অধিকারের পরিপন্থি।

কোন ব্লগার এমন একটি বিষয় উত্থ্পন করলেন যা অধিকাংশ ব্লগারের রাজিনিতক মতের বিপক্ষে যেতে পারে, কিন্তু তা যদি ব্লগের নীতিমালা ভঙ্গ না করে তাহলে সে বিষয়টি প্রকাশিত হতে হবে। একজন বিশেষ ব্লগারের বিষয়ে আমি মডারেটারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি আরিফুর রহমান আরিফ। তিনি অভিযোগ করেছেন যে তাকে ফ্রন্ট পেজে ব্যান করা হয়েছে। আমি তার পোস্ট ও মন্তব্যগুলো দেখলাম।

কোথাও কোন অশ্লীল শব্দ নেই, গালি গালাজ নেই। তিনি এমন কোন বিষয় বলেন নি যাতে কোন ধর্ম বা জাতির অবমাননা হয়। তাহলে তাকে কেন ব্যান করা হলো? বিষয়টি যদি মডারেটর কষ্ট করে আমাদেরকে জানান, তাহলে ভুল বুঝাবুঝির অবসান হবে। দুঃখজনক হলেও সত্য যে, আমরা একটি অতিমাত্রায় অসহনশীল পরিবেশে বাস করছি। সামহোয়ার এর দ্বারা আক্রান্ত হবে না বলেই আমার বিশ্বাস।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.