আমাদের কথা খুঁজে নিন

   

ব্যান ব্যান নিয়ে এত আর ভ্যান ভ্যান!



সামহোয়্যার নিয়ে আসলেই অস্বস্তিতে আছি। হালনগদে দেখছি কয়েকজন ব্লগাররের ব্যান আনব্যান নিয়ে বেশ পোস্টাপুস্টি হচ্ছে। সুপারিশকৃত ব্লগাররা কি কারণে ব্যান হলেন আমি নিশ্চিত না। আমি সোজাসুজি বুঝি, নিশ্চই তারা এমনকিছু করেছেন যা সামহোয়্যারের নীতিমালার সাথে সাংঘর্ষিক। তা ই যদি হয় তবে এখানে ব্যানকৃতদের পক্ষে সুপারিশ করার কোনো কারণ দেখিনা।

যখন তারা এখানে একাউন্ট করেন তখনই তাদের নিশ্চিত হওয়া উচিত ছিল এখানকার নীতিমালা তারা মেনে চলতে পারবেন কি না। অনলাইন জগতে সব একাউন্ট খোলার আগেই নীতিমালা নিশ্চিত হওয়ার সুযোগ আছে। আর নীতিমালা না জেেনে কেউ একাউন্ট করলে ধরে নেয়া হবে তিনি নীতিমালা জেনেই একাউন্ট করেছেন। তাই আমার কথা সুপারিশ যদি করতেই হয় তবে সামহোয়ারের নীতিমালা নিয়ে ব্যাপক আলোচনা ও সুপারিশ এক্ষনেই হওয়া উচিত। সকল ব্লগার কিম্বা মডারেটরদের নীতিবোধ আর নির্ধারিত নীতিমালা একজিনিষ নয়।

এ নিয়ে আলোচনা করুন। ক্ন্তিু কেউ ব্যান হয়ে থাকলে যথার্থ কারণেই হয়েছেন বলে আমরা মনে করি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.