আমাদের কথা খুঁজে নিন

   

আলোকিত মানুষ হও

আমি তরুণ। নিয়ম মানতে ভাল লাগেনা...

১. অবশেষে তোমার কথাটাই সত্য হলো, তবে তুমি চলে যাবার পর। তখনি মনে পড়লো কবিতার ঐ লাইনটি "আমি যেদিন চলে যাবো, বুঝবে সেদিন বুঝবে" গতকাল যখন তুমি নেমে গেলে বাস থেকে; ঠিক সেই মুহুর্তে বাসটি খারাপ হয়েছে বলে জানালো ড্রাইভার। অথচ ভাবতেই পারিনি এমনটি হবে। কি আর করার বল? অগত্যা আরেকটি বাসে করে চলে এলাম বাড়ীতে।

যাই হোক, পরে বুঝতে পারলাম; তুমি যতন পাশে থাকো, সব কিছু সহজ আর সুন্দর লাগে। যখনি দুরে সরে যাও কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। আচ্ছা! এমনটি কেন হয়? তাহলে কি আমি তোমার....অথবা এরই নামকি..... ২.তুমি আমায় অনেক অনে----ক হেলপ্ করেছ। অথচ দেখ একটিবারের জন্যও তোমায় ধন্যবাদ দেয়া হয়নি। আসলে তুমি এমন একটি অধ্যায়ের সূচনা করে দিয়েছ আমার জীবনে যে, সে বিষয়ে সত্যিই আমি একেবারে অনাড়ী ছিলাম।

তাই বুঝতে দেরি হয়েছে তোমার কৃতিত্বটা। তবে সময়ের এই উত্তাল সিড়িতে পা রেখে তোমায় জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে "আচ্ছা ০১৭১৭..০৮০৮! আমি কি খুব খু---বই খারাপ/অকৃতজ্ঞ?"। যাইহোক ডরংয করছি "তোমার নেশা ও পেশা যেন এক করে দেন সৃষ্টিকর্তা, তুমি যেন সফলতার স্বর্ণ শিখরে আরোহন করতে পার, পৃথিবীর সব অর্জন যেন তোমার পায়ের কাছে মাথা নোয়ায়"। সেই প্রত্যাশায়...................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।