আমাদের কথা খুঁজে নিন

   

জলের সাথে সখ্য হয়না

..

জলে বাস করো তুমি--জলীয় স্বভাব মাছেদের সাথে তবু লেন দেন নেই হাজার জলপরী সংগিনী তোমার। এক জীবনে কতবার ভুল করে মানুষ! এক জীবনে কত যে ভুল করে মানুষ! কখনো- উদ্বন্ধনরজ্জুর মতো কন্ঠ চেপে ধরে আটপৌরে দ্বন্ধ-দ্রোহ-জটিলতাগুলো; সুস্মিত সময়----গিলে খায় বীভৎস সর্বগ্রাসী এক অজগর; খোলা থাকে শুধু একটি দরোজা --তার রঙ কালো । একটি সবুজ নিঃশ্বাসের জন্য এত নগ্ন ব্যাকুলতা এমন প্রচন্ড হয় জীবনের তৃষা অবোধ বিভ্রান্তিতে -এমন বিধ্বস্ত--- বন্ধু ভেবে যে হাত আঁকড়ে ধরি সেতো মৃত্যু ছাড়া কেউ নয়! অগ্নি-জাতক তাই আগুন-স্বভাব জলের সাথে সখ্য কখনো হয়না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।