আমাদের কথা খুঁজে নিন

   

হার্ডডিস্কের নির্দিষ্ট অংশ ডিফ্র্যাগমেন্ট করুন (অল্প সময়ে)

আমি যতটুকু জানি সেটুকু শেয়ার করতে পছন্দ করি। সেজন্য এই ব্লগ খুললাম।

Defraggler নামে একটি সফটওয়্যার আছে যেটি দিয়ে আপনি আপনার হার্ডডিস্ক বা পেনড্রাইভের নির্দিষ্ট কোনো ফাইল বা ফোল্ডার ডিফ্র্যাগমেন্ট করতে পারবেন। এর জন্য পুরো ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করতে হবে না। তাছাড়া Defraggler-এর সাহায্যে আপনার কোনো একটি ড্রাইভে কোন কোন ফাইল ফ্র্যাগমেন্টেড সেটারও একটা লিস্ট দেখতে পারেন।

সেই লিস্ট থেকে চাইলে কোনো নির্দিষ্ট ফোল্ডারের ফ্র্যাগমেন্টেড ফাইলগুলো সিলেক্ট করে সেগুলো শুধু ডিফ্র্যাগমেন্ট করতে পারেন। আপনি তাই কম সময়ে শুধুমাত্র দরকারী ফাইলগুলোকে ডিফ্র্যাগমেন্ট করে আপনার কাজ চালিয়ে যেতে পারেন। Defraggler -এ একটি ব্যাকগ্রাউন্ড মোডও আছে। যাতে করে ডিফ্র্যাগমেন্ট করার সময়ও আপনি প্রয়োজনীয় কাজও করতে পারবেন। (+) ভাল দিক: + নির্দিষ্ট ফাইল বা ফোল্ডার দেখিয়ে দিয়ে ডিফ্র্যাগমেন্ট করা যায় + কোন কোন ফাইল ফ্র্যাগমেন্টেড অবস্থায় আছে তা দেখা যায় + ডিস্কের ছবিতে (ড্রাইভ ম্যাপে) ফ্র্যাগমেন্টেড ফাইলের অবস্থান দেখা যায় + খুব কম রিসোর্স খায় + ব্যবহার সহজ।

এক্সপির ডিফ্র্যাগমেন্ট টুলটার মতই দেখতে + এই টুলেই স্ক্যানডিস্ক করা যায় + অটোমেটিক আপডেট হয় + নিরাপদ (পিসি ম্যাগাজিনে নাম উঠেছে) + সাইজ কম (৫৪০ কেবি মাত্র!) (-) খারাপ দিক: - ড্রাইভ খুব বেশি ফ্র্যাগমেন্টেড হয়ে গেলে যদি পুরো ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট দেয়া হয় তখন বেশি সময় লাগে - নির্দিষ্ট কোনো ফাইল বা ফোল্ডার ডিফ্র্যাগমেন্ট করলে শুধুমাত্র ঐ অংশটুকু ডিফ্র্যাগমেন্ট করা হয়, অথচ পুরো ড্রাইভটাই ডিফ্র্যাগমেন্টেড দেখায়। (আলাদা আলাদা করে সব ফ্র্যাগমেন্টেড ফাইল ডিফ্র্যাগমেন্টিং করলেও পুরো ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট দিলে বেশি সময় নেয়। অবশ্য এক্সপির টুলটাতেও এই সমস্যা আছে। ) একটা ডিফ্র্যাগমেন্টিং টুলে ম্যাক্সিমাম যা আশা করা যায় তার সবই আছে এই টুলে। আমি নিজেও এটা প্রায় একমাস ব্যবহার করছি।

খুব পছন্দ হয়েছে আমার। এজন্য এটাকে পাঁচ তারা দিলাম (*****)। www.Defraggler.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। (সাইজ: ৫৪০ কেবি) কোনো নির্দিষ্ট ফাইল ডিফ্র্যাগমেন্ট করতে: Defraggler চালু করে Action মেনু থেকে Defrag File ক্লিক করে ফাইল দেখিয়ে দিন। কোনো নির্দিষ্ট ফোল্ডার ডিফ্র্যাগমেন্ট করতে: Action মেনু থেকে Defrag Folder ক্লিক করে ফাইল দেখিয়ে দিন।

কোনো ড্রাইভে ফ্র্যাগমেন্টেড ফাইলগুলো দেখতে: ড্রাইভ লিস্ট থেকে ড্রাইভ সিলেক্ট করে Analyze ক্লিক করুন। Analyze করা শেষ হলে File List Tab -এ যান। (আপনি চাইলে এখান থেকে ফাইলের পাশে চেক দিয়ে Defrag Checked ক্লিক করে নির্দিষ্ট ফাইল ডিফ্র্যাগমেন্ট করতে পারেন। আবার চাইলে লিস্টের একেবারে উপরে একটা চেক বক্সে চেক দিয়ে সব ফ্র্যাগমেন্টেড ফাইল ডিফ্র্যাগমেন্ট করতে পারেন। ) (পুরো ড্রাইভ) ডিফ্র্যাগমেন্ট করার আগে স্ক্যানডিস্ক করে নেয়া ভাল স্ক্যানডিস্ক করতে: Action মেনু থেকে Advanced-এ যান তারপর Check Drive for Errors ক্লিক করুন।

পুরো ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করতে: ড্রাইভ লিস্ট থেকে ড্রাইভ সিলেক্ট করে Analyze ক্লিক করুন। যদি কোনো ফাইল ফ্র্যাগমেন্টেড হয়ে থাকে তাহলে Defrag ক্লিক করুন। (কোনো ফাইল ফ্র্যাগমেন্টেড না হলে ডিফ্র্যাগমেন্ট করার দরকার নেই। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.