আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে স্মরণ করে.............

সকল প্রশংসা মডারেটরদের

মানুষ যখন ঈশ্বরের নাম স্মরন করে আত্নচিৎকারে ফেটে পড়ে তখনো আমি তোমাকে ভেবে যাই, আমার সর্বদা শুধু তোমাকে ঘিরেই বিচরন, থেকে থেকে নিজের ভিতরের সত্তাটায় তোমাকে নিয়ে এসে রণক্ষেত্র বানিয়ে ফেলি। আমার স্পর্শকাতরে বুঝতে পারি- এই বুঝি আবার একফোটা রক্ত নিমিষেই ঝরে পড়ে গেল, একদিন আসবে যখন আর একবিন্দু ইচ্ছেশক্তিও হয়তো থাকবে না। কারন সময়ের ব্যবধানে, হিরোশিমা ধ্বংস হয়েছিলো কিছুদিন আগে-তারপর ঠিকই জাপান তার পরিশ্রম দিয়ে গড়ে নিয়েছে আলাদা একটি ভুবন। এভাবেই এই স্রোতের মত বহমান সময় একদিন আমার পিঠেও চাবুক পিটাবে। নিয়মের বেড়াজালে আমাদের আদান-প্রদান গুলোও- কেমন যেন,ফিঁকে হয়ে গিয়েছে।

সে একটা সময় ছিল, তোমার বুক চিরে ভিতরে প্রবেশ করার কি উদ্যম প্রচেষ্টায়- নিজেকে সমর্পণ করেছিলাম। তুমিও কত স্নেহের সহায়তায় আমাকে বারবার বুকে টেনে নিয়েছিলে। আমার উর্বর টানাহেচঁড়াতে কতগুলো চুল ঝরে গেল তোমার মাথা হতে, আমি সযত্নে তা তুলে রেখেছিলাম,পারিনি ফেলে দিতে অবহেলাতে, কারন তোমার চুলের খেলায় আমার আনন্দ কাজ করে। মুখ লুকাতে চেষ্টা করতাম কত লুকিয়ে লুকিয়ে তুমি বুঝতেই পারতেনা। কিংবা, হঠাৎ চুলগুলো মেলে ধরলে বাতাসে, তখন আমার কাছে ঠিকই এসে পৌছাতো তার অদ্ভুদ ঘ্রান, আমি পাগলের মতো হয়ে যেতাম।

আবার সেই চুল প্রসংগই একদিন কষ্ট পেয়েছিলাম অনেক বেশী। পেছন হতে টেনে ধরেছিলাম, সেই আমার আকাংখা তুমি, কত বিরক্ত নিয়া বলেছিলে, "উহ!, অসহ্য"- মানুষ বেঁচে থাকলে সত্যিই বদলায়। এভাবেই একদিন ক্ষনে ক্ষনে ভীষন বেলা হয়ে আসবে তখনও কি তোমাকে ভেবে ভেবে বুকের ভিতরে কালো রক্ত ঝরাবো, নাকি-সময়ের ব্যবধানে তোমাকে ভুলে যাবো একদিন। পরবর্তীতে হৃদয়ের একেবারে ভিতরের অরন্যে জন্ম নিবে এক ইবলিশ তাকে বহন করেই মরে যেতে হবে। আমিও বদলাতে চাই - একা নয়, তোমাকে নিয়ে....... তুমি যখন সীমাহীন উল্লাসে মাতো,অতঃপর ক্লান্ত হয়ে যাও অনেক বেশী তখন কি তোমার একবারও মন খারাপ হয়না, নিজের প্রতি।

না একটা মানুষ ছিল, হাজার মানুষের ভীড়ে যে তোমাকে নিয়ে ভাবতো সর্বদা, যেখানে তার ক্লান্তিবোধ হয়না কখনও। তোমাকে স্মরন করে তবুও "দুঃখ" চলে আসে,তখন মনে হয়,এই বুঝি আনন্দের জননী...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.