আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের দিন পথের শিশুরা যেভাবে ঈদ করবে(উৎসর্গ সমাজপতিদের,যদিও তাদের চোখে পরবে না)

জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।

শোন শোন সবাই দিয়া মন, আসিতেছে ঈদ ,তাই তোমাদের ঈদ মোবারক।

তোমরা সবাই যাইবে ঈদ গাহ আর আমি থাকিব আমার বস্তিতে এই যাহ। তোমাদের সবার পড়নে থাকিবে , নতুন জামা,পাঞ্জাবি,পায়জামা, আর আমার গাত্র থাকিবে নগ্ন খানা। তোমরা সবাই গায়ে দিবে কত আতর,কত সুগন্ধ আর আমার গায়ে আছে কত না দুর্গন্ধ করিব গোসল আমি যদি পাই পানি। তোমার সবাই খাইবে কত ঝাল, মিষ্টান্ন আর আমি কুত্তার ন্যায় চাইয়া থাকিব, যদি বা পাই কিছু অন্ন। তোমরা চড়িবে গাড়িতে ঘুরিবে হামেশাই আমি করিব তোমাদের ফেলে যাওয়া জিনিস টোকাই।

তোমরা পাইবে কত না সেলামি, পাইবনা মোটে কিছু,শুধুই যাইব করিয়া তোমাদের গোলামি। ভয় নাই ও'রে তোমাদের ভয় নাই, করিবনা আমি কিছুই তোমাদের শুধুই এই নয়ন যুগল, চাহিয়া থাকিবে অবিরল। থাকিবে সেই দৃষ্টিতে কত ক্রুর দেখিবে হইতে পারো তোমরা কত নিষ্ঠুর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.