আমাদের কথা খুঁজে নিন

   

পিসির সমস্যা সমাধানে সিস্টেম রিস্টোর



সিস্টেম রিস্টোর হল উইন্ডোজের একটি সিস্টেম টুল যা কম্পিউটারের যে কোন সমস্যায় কম্পিউটারকে পার্সোনাল ডেটার কোন ক্ষতি না করেই পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে । এটি এক ধরনের সময় নির্দেশিত আনডু কমান্ড হিসাবে কাজ করে । সিস্টেম রিস্টোরের মাধ্যমে পিসির বিভিন্ন সমস্যা দূর হয় । বিশেষ করে কোন সফটওয়ার সেটআপের পর সমস্যা হলে রিস্টোরের মাধম্যে সমাধান করা যায় । সিস্টেম রিস্টোর করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন ।

Start -> All Programs -> Accessories -> System Tools -> System Restore সিলেক্ট করুন । এর ফলে Welcome to System Restore ডায়লগ বক্স আসবে । Restore my computer to an earlier time অপশনটি সিলেক্ট করে Next করুন । Select a Restore Point ডায়লগ বক্স আসবে । বামপাশে একটি ক্যালেন্ডার দেখা যাবে ।

সে সকল তারিখে রিস্টোর পয়েন্ট পয়েন্ট আছে সেগুলো হাইলাইট(বোল্ট) অবস্থায় দেখা যাবে । এখান থেকে আপনার পিসি ভাল থাকা অবস্থার একটি তারিখ সিলেক্ট করুন এবং ডানপাশে রিস্টোর পয়েন্টের নাম দেখা যাবে । যে পয়েন্টে রিস্টোর করতে চান তা সিলেক্ট করুন । Confirm Restore Point Selection ডায়লগ বক্স আসবে । Next -এ ক্লিক করুন ।

এর ফলে Restoring Setting নামক প্রগ্রেসবার দেখাবে এবং পিসি রিস্টার্ট হবে । সিস্টেম রিস্টোর করাকালীন সময়ে এটি উইন্ডোজ লগইন উইন্ডো প্রদর্শন করবে । রিস্টোর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে Restoration has been successful (আর সফলভাবে সম্পন্ন না হলে Restoration was unsuccessful) দেখাবে । OK করুন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.