আমাদের কথা খুঁজে নিন

   

ন্যায়বিচারের বর্ণনা হিসাবে আল-কোরআনের যে আয়াত হার্ভার্ড আইন স্কুলের প্রবেশদ্বারেঃ

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়। বিখ্যাত হার্ভার্ড বিশবিদ্যালয়ের ল স্কুলের বিভিন্ন দেয়ালে আইনের প্রতিষ্ঠার তথা ন্যায়বিচারের পক্ষের বিভিন্ন সময়ের বিভিন্ন উক্তি লিখা আছে। এর মধ্যে পশ্চিম দেয়ালে যে তিনটি উক্তি আছে তার মধ্যে আছে কোরআন শরীফের একটি আয়াত। আসুন দেখি আয়াতটি কি? O ye who believe! Stand out firmly for justice, as witnesses To Allah, even as against Yourselves, or your parents, Or your kin, and whether It be (against) rich or poor: For Allah can best protect both.” হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাক; আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্যদান কর, তাতে তোমাদের নিজের বা পিতা-মাতার অথবা নিকটবর্তী আত্নীয়-স্বজনের যদি ক্ষতি হয় তবুও। কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের শুভাকাঙ্খী তোমাদের চাইতে বেশী। অতএব, তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা-বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বল কিংবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ কর্ম সম্পর্কেই অবগত। সুরা আল ইমরান, আয়াত ১৩৫ সুত্রঃ Click This Link আল্লাহ যাদের এই কোরআনে বিশ্বাসী করেছেন, আমরা মুসলিমরা যেন কোরআনের মর্যাদা রাখতে পারি, সে তৌফিক দান করুন। আমিন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.