আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টু আর কুবুন্টু

ভাবতেসি!
উবুন্টুর সর্বশেষ ভার্সন হার্ডি হেরনের দুইটা ভার্সন আজ অনলাইনে দেখতে পেলাম। ২টারি সিডি ফ্রিতে অর্ডার দিয়ে মোটামুটি দ্বিধায় পড়ে গেলাম। শুরুতেই বলে রাখা ভালো লিনাক্সের ব্যাপারে আমার জ্ঞান খুবি অল্প। লিনাক্সের জয় জয়াকার, বিভিন্ন পত্রপত্রিকায় পড়ে না বুঝেই লিনাক্সের ভক্ত। পরে, বিভিন্ন বই প্ত্র ঘেঁটে লিনাক্স ইন্সটল করা (মনে পড়ে, কলেজে থাকতে দিনে ৪ বারোও লিনাক্স ইন্সটল করেছি), এবং হাতড়ে খুঁজে লিনাক্স শেখার প্রয়াস অল্পতেই বন্ধ হয়ে যায়। ইদানিং আবার সেই ভূত মাথা চাড়া দিয়ে উঠে এবং ব্লগার ভাইদের উবুন্টু বিষয়ক পোস্ট পড়ে আবার লিনাক্স তথা উবুন্টু ব্যবহারের চিন্তা। তার আগে যেই জিনিষগুলো জানার জন্য মাথায় মুটামুটি সাইক্লোন চলছে সেগুলো হলো - ১. উবুন্টু এবং লিনাক্সের অন্যান্য ডিস্ট্রিবিউশন, যেমন - রেডহ্যাট এবং ম্যান্ড্রেক এর মদ্ধে বেসিক তফাতগুলো কি? ২. উবুন্টুর বিভিন্ন ভার্সন যেমন - kubuntu, gobuntu, edubuntu এই ভার্সনগুলোর মদ্ধে মূল উবুন্টুর সাথে তফাতটা কি? ৩. বিগিনার হিসেবে আমার কোনটা ব্যবহার করা উচিত? কুবুন্টু নাকি উবুন্টু? ৪. যদি কুবুন্টুতেই যাই তাহলে মূল উবুন্টুর সব ফিচার ব্যবহার করা থেকে বঞ্চিত হবো কিনা? টেকি ভাইরা কষ্ট করে একটু আওয়াজ দিয়েন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.