আমাদের কথা খুঁজে নিন

   

সা'ইন এর প্রথম পাতার 'হিজাব-হিজাব' খেলা!!!

munirshamim@gmail.com

গতকাল সারাদিন-সারারাত সা, ইন এর প্রথম পাতা আমার সাথে 'হিজাব হিজাব' খেলেছে। মানে তার মুখ দেখায় নি। কিছুক্ষণ পরপর আমি চেষ্টা করেছি। আর ভেবেছি, দেখি এবার নতুন সাজে সা'ইন এর মুখ দেখা যায় কিনা। না সে মুখ দেখায় নি।

বারবার একটি নোটিশই দেখিয়েছে। নিচে সে হিজাব হিজাব খেলা মানে পর্দা মেইনটেইন করার গল্পটা বলছি................ পরশু বিকেলে সবার মতো আমিও নোটিশটি পাই। সা, ইন-এ কিছু নতুন ফিচার আসছে। সে জন্য কিছু সময় আমাদের সা, ইনকে মিস করতে হবে। অফিস ত্যাগের আগেই লগ-ইন করতে গিয়ে আর লগ-ইন করতে পারি না।

বুঝে নেই, আমাদের জন্য নতুন সাজে, নতুন কিছু ফিচার নিয়ে সা, ইন ফিরে আসছে। শিঘ্রীই। সে ভরসায় যাত্রা। বাড়ির পথে। কিন্তু মনে মনে অপেক্ষা করতে থাকি।

বাসায় কি যেন ব্যস্ততার জন্য আর লগ-ইন এর চেষ্টা করিনি। পরদিন মানে গতকাল অফিসে ফিরেই এক আকাশ আগ্রহ আর এক সাগর উত্তেজনা নিয়ে লগইন করি। নিজের ব্লগটি সেট করা থাকায় সরাসরি নিজের ব্লগে। প্রথমেই নিউ ফিচার হিসেবে মডারেশন স্টাটাশটি দেখতে পাই। সাথে এও দেখতে পাইযে আমার জন্য সবুজ বাতি জ্বলছে।

কিন্তু তাতে আবার একটি নির্দেশনাও আছে। আমি নিরপাদ ব্লগার এ সার্টিফিকেট দেয়া হয়েছে। সাথে আমি যে বিশ্বাসী তা যাচাইয়ের জন্য মোবাইল নম্বর সত্যায়িত করার অনুরোধ। মুশকিলে পড়লাম। রেজিস্ট্রেশননের সময় কোন নম্বরটি দিয়েছি এখন আর মনে নেই।

দেশে মোবাইল কোম্পানীগুলোর নানা ফন্দি-ফাঁদে প্রায় ধরা দেই। ফলে মাঝে মাঝে নম্বরও পরিবর্তন হয়ে যায়। এর মধ্যে সেট হারিয়েছি কয়েকবার। সুতরাং আমার জন্য বিশ্বাসযোগ্য হওয়াতো রীতিমত দূরহ ব্যাপার। আবার একটি লিংক এর কথাও বলা হয়েছে।

সে লিংক এ চাপ দিতে হবে। কিন্তু চাপ দেয়ার জন্য সমস্ত শক্তি দিয়ে প্রস্তুত আমি, কিন্তু কোন লিংক নেই। ভাবলাম একটি পোস্ট দেই। অন্য ব্লগার বন্ধুদের সাথে শেয়ার করি। অন্যদেরও একই অবস্থা কিনা জানতে চাই।

সাথে সাথে একটি ছোট্র পোস্ট দেই। সাময়িক পোস্ট হিসেবে। পোস্টটি প্রকাশ করার পরই বলা হয় সা’ইন নতুন ফিচার নিয়ে আপডেট করা হচ্ছে। সুতরাং এটি প্রকাশ পেতে একটু সময় নিবে। মনে মনে বলি, ঠিকাছে।

দেরি হোক, তাও নতুন সাজে দেখি। কিছুক্ষণ পর আবার নিজের ব্লগে ঢুকে দেখি আমার পোস্টটিতে অনেক ব্লগারের মন্তব্য। আমি অবাক হই। এবং নিশ্চিত হই পোস্টটি প্রকাশ পেয়েছে। অন্য ব্লগাররা দেখতে পাচ্ছেন।

কিন্তু আমি পাচ্ছি না। এভাবে গতকাল সারাদিন সা' ইন আমার সাথে 'হিজাব হিজাব' খেলেছে। ফলে কারা কারা ব্লগে ছিলেন, মন্তব্য করেছেন কাউকে আমি দেখতে পাইনি। শুধু যারা আমার ব্লগ ভিজিট করেছেন তাদের অস্তিত্ব টের পেয়েছি। তবে শুভ সংবাদ হচ্ছে আজ সকালে সা'ইন এর প্রথম পাতা তার হিজাব খুলে দেখা দিয়েছে।

সাথে নতুন কিছু ফিচার নিয়ে। শুভ হোক এ নতুন উদ্যোগ। সবাইকে শুভ ব্লগিং...................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।