আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যুৎপন্নমতিত্ব, ফিরে এসো ব্লগে

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

ইতিপূর্বে একবার ই-সংকলনের কাজ শুরু করতে গিয়ে দেখি, কিছু লেখকের অনুমতি কোনোভাবেই মিলছে না। নানা কারণে অনেক লেখক আমার ওপর বিশ্বাস রাখতে পারছিলেন না। তখনও আমি দৃঢ়প্রতিজ্ঞ, বের করবোই। প্রয়োজনে ই-বুকের ওপরে লিখে দেবো "ইহা একটি পাইরেটেড সংকলন!" ঠিক এ সময়েই প্রত্যুৎপন্নমতিত্ব ওরফে টুটুল এসে হাজির। একের পর এক পাওয়া শুরু হল লেখকদের সম্মতি।

টুটুলের জনপ্রিয়তাও একবার অনুভব করলাম এর মাধ্যমে। তো, এইরকম এক প্রাণবান তরুণের অকস্মাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঠিক স্বাভাবিক নয়। এ বিষয়ে আরিফ জেবতিকের একটা পোস্ট খুঁজেটুজে বের করলাম। প্রত্যুকে ফিরে আসার আহ্বান জানিয়ে আরো অনেকেই পোস্ট দিয়েছেন বলে মনে পড়ে। ধারণা করি, প্রত্যুৎপন্নমতিত্বের আকস্মিক এ অন্তর্ধানের পেছনে দু একজন সুহৃদের ওপর কিছুটা অভিমান কাজ করেছে, কিন্তু সেটা তো রাগ নয়।

তাহলে সামান্য এই অভিমান দীর্ঘায়িত হয় কোন্ যুক্তিতে? অনেক তো হল! মেসেঞ্জারে টুটুল একদিন বলছিল, বস এবার মুক্তিযুদ্ধে নারী নিয়ে একটা বড়ো কাজ করতে হবে। কিভাবে হবে, লেখা পাবো কোত্থেকে- কিছুই জানি না। কিন্তু আমি তৎক্ষণাৎ রাজি। টুটুলরা আছে বলেই এই ধরনের কাজ নিয়ে এগোনোর সাহস পাই। তাকে ঘাড় ধরে ব্লগে নিয়ে আসার জন্য সুহৃদদের প্রতি আবেদন জানাচ্ছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।