আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যুৎপন্নমতিত্ব আপনে চলে যান

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

চারদিকে বিষাক্ত পরিবেশ। মায়া নেই, মমতা নেই। নেই কারো প্রতি কারো অবিচল বিশ্বাস। আর ভালোবাসা যেন বৈশাখের কোন ঝড়ে মুছে নিয়ে গেছে।

অবশিষ্ট যতটুকু আছে তার অন্তরালে রয়েছে প্রতারনা আর ছলনা। তবুও জীবন থেমে থাকিনি। পথ চলতে চলতে পেয়েছিলাম আপনাদের দেখা। তারপর অজানা পথের দুয়ার খুলে ছুটে চললাম সপ্নিল সেই পরিবেশে। যেখানে দুঃখ নেই, কান্না নেই, কষ্ট নেই, না পাওয়ার বেদনা নেই।

আছে শুধু নীলিমার মনোমুগ্ধকর পরিবেশ। যেখানে পড়ন্ত দুপুরে ঘুঘুর ডাক শোনা যায়। হাসনাহেনা, রজনীগন্ধার সুশোভিত ঘ্রানে ব্যাকুল হয় এই চিত্ত। যেখানে গেয়ে উঠে মানবতার গান। আশারা বুকে এসে বাসা বাঁধতে চায়।

বুকের উপর যে সাইক্লোন, ঘূর্ণিঝড়, সিডর, নার্গিসেরা এসে ক্ষত-বিক্ষত করে গিয়েছিল সে আবার নতুন কোন আলো রেখা খুজে পায়। তখন খুব ভালবাসতে ইচ্ছে করে। একসময় আপনাদেরকে ভালবেসেও ফেলি। খুব ভাল লাগত এক একজনের সৃষ্টিশীলতা দেখে। হিংসাও হতো প্রত্যুৎপন্নমতিত্ব, কালপুরুষ, কৌশিক, ত্রিভুজ, অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক, শফিকুল, মিল্টন, স্বাধীনতা তুমি, নিয়াজ মোর্শেদ চৌধুরী, কাঙ্গাল মুরশেদ দের জনপ্রিয়তা দেখে।

তবুও সবাইকে পাগলের মতো ভালবাসতাম। মাঝে তর্ক করতাম, গালি দিতাম, গালি খেতাম তবুও ভালবাসা হারিয়ে যেতনা, অভিমানী মন চলে যেতেও চাইতোনা। খুব কষ্ট লাগে যখন কেউ চলে যায় বা হারিয়ে যায়। আসলেই সব আবেগ। হয়তো একটা ঘটনা ঘটেছে যেটা দেখে অনেকেই কাঁদতে না চাইলেও কাঁদছে, আবার অনেক কাঁদার চেষ্টা করেও কাঁদতে পারছেনা।

প্রত্যুৎপন্নমতিত্ব, জামালiiuc আপনাদের আবেগ আমরা বুঝতে পারিনি। আমাদের ক্ষমা করুন। ফিরে আসুন আমাদের মাঝে। প্রত্যুৎপন্নমতিত্ব বলেছিনা আমি আপনাকে হিংসা করি তবুও আপনাকে ফিরে আসতে বলছি। কেন জানেন সেই আবেগ আর ভালবাসা।

আরিফ জেবতিকরাও চাচ্ছে আপনি ফিরে আসুন। হায়রে ভালবাসা। ভালোবাসা বুঝি এমনি নস্টালজিয়া হয়। শুধুই হৃদয় থেকে হৃদয়ে চলে কষ্টের আনাঘোনা। কোন এক কবির কবিতায় পড়েছিলাম "ভালোবাসার তাঁতে যে একবার তাঁত বুনেছে, সে কখনো জিততে পারেনা"।

আমিও চায়না জিততে তাই বলছি প্রত্যুৎপন্নমতিত্ব আপনে চলে যান। কেননা আমি আপনার জনপ্রিয়তাকে ঈর্ষা করি ( প্লিজ ফিরে আসুন আমাদের মাঝে। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।