আমাদের কথা খুঁজে নিন

   

অগ্রীম টিকেট



গত কাল খুব ভোরে অর্থাৎ সেহরী খেয়ে বাস কাউন্টারে গেলাম বাসের অগ্রিম টিকেট কাটতে দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে বাসের টিকেট পেলাম বটে তবে ভুলানাথের অংকের মারপ্যাচে পড়ে গেলাম। নিম্নরুপঃ বাসের টিকেট ছিল পুর্বে ৩০০ টাকা ঈদ উপলক্ষে ৪৩০ টাকা। আমি ৪টা টিকেট কাটলাম কাউন্টার থেকে ১৭৪০ টাকা দিতে বলায় আমি খুরচা না থাকায় ২০০০ টাকা দিলাম কাউন্টার থেকে ২৫০ টাকা ফেরত দিয়ে ১০ টাকা দাবী করলে আমি আরও ১০ টাকা দিলাম। আমি বললাম ৪৩০x ৪= ১৭২০ টাকা হয় ২০ টাকা বেশি কেন বলে ভাই প্রতি টিকেটে ৫ টাকা করে আমরা বকশি নিচ্ছি। যাক ২০ টাকা বেশি দিলাম। কিন্ত মারপ্যাচ অন্য খানে ২০০০-১৭৪০= ২৬০ টাকা ফেরত দেবার কথা কিন্ত সেখানে ২৫০ টাকা দিয়ে আবার ১০ টাকা ফেরত নিলো তাতে ২৪০ টাকা ফেরত দিলো আর বাকী ২০ টাকা অংকের মারপ্যচে রেখে দিলো। সবই টিকেট কাটার সময় টাকা ভাল ভাবে বুঝে নিবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।